আজকাল ওয়েবডেস্ক: একেবারে সেঞ্চুরি হাঁকিয়েই রানে ফিরলেন রোহিত শর্মা। কটকে নামার আগে তাঁকে নিয়ে আশা-আশঙ্কার দোলাচলে ছিলেন অতিবড় রোহিত ভক্তরাও। তাঁর ব্যাট কথা বলছিল না। বর্ডার-গাভাসকর ট্রফিতে রান পাননি। তার আগে ঘরের মাঠে অনুষ্ঠিত নিউজিল্যান্ড সিরিজেও মুখ থুবড়ে পড়েন হিটম্যান। অবশেষে রোহিত শর্মার ব্যাট গর্জে উঠল। তাঁর ব্যাটিং দেখে দেশের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না মনে করেন রোহিতের আরও একটা সেঞ্চুরি কেবল সময়ের অপেক্ষা। রায়না মুগ্ধ রোহিতের ব্যাটিং দেখে।

ফর্মে ফেরার জন্য রঞ্জিতে নেমেছিলেন রোহিত। সেখানেও ব্যর্থ হন তিনি। অনামী-অখ্যাত বোলারের বলে আউট হয়েছিলেন মুম্বইকর। কিন্তু যেদিন তিনি চলতে শুরু করেন সেদিন তাঁকে রোখে কার সাধ্যি! রোহিত শর্মাকে থামানো গেল না কটকে। রায়না বলছেন, ''ওই ৬৯ মিটার ছক্কা, এই শটে একজন দক্ষ ব্যাটারের ছাপ ছিল।'' 

রোহিত শর্মা কেবল স্পিন ভাল খেলেন, তা নয়। পেসারকেও তুলে গ্যালারিতে ফেলতে পারেন। কিন্তু রোহিতের ইনিংসে লক্ষ্মণীয় যে ব্যাপারটা তা হল, চার-ছক্কা হাঁকানোর পরে তিনি ডট বল বেশি খেলেননি। স্ট্রাইক রোটেট করে গিয়েছেন। সুরেশ রায়নার অনুমান রোহিত শর্মার আরও একটা সেঞ্চুরি এল বলে। দেশের প্রাক্তন বাঁ হাতি ব্যাটার বলছেন, ''আমি আগেই বলেছিলাম, কটকে রোহিতেরই দিন। রোহিতের ৩৩-তম সেঞ্চুরি এল বলে।'' 


তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ভারত সিরিজ জিতে নিয়েছে। বুধবারের তৃতীয় ওয়ানডে ম্যাচ নিয়মরক্ষার। রোহিত শর্মা কিন্তু সেই ম্যাচকে মোটেও হালকা ভাবে নেবেন না। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই একটাই ওয়ানডে হাতে পাচ্ছেন রোহিত। রায়নার ভবিষ্যদ্বাণী মিলিয়ে দেওয়ার চেষ্ট করবেন মুম্বইকর, এ কথা বলাই বাহুল্য।