আজকাল ওয়েবডেস্ক: সুশীল কুমারের জামিন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ২০২১ সালে দিল্লির ছত্রসল স্টেডিয়ামে জুনিয়র কুস্তি চ্যাম্পিয়ন সাগর ধনখড়কে হত্যার অভিযোগ উঠেছিল অলিম্পিকে পদকজয়ীর বিরুদ্ধে। ৪ মার্চ দিল্লি হাইকোর্ট সুশীলকে জামিনে মুক্তি দেয়। কিন্তু বুধবার সেই জামিন খারিজ করে দিলেন আইনজীবী সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্র। এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। সম্পত্তি বিবাদের কারণে ২০২১ সালের মে মাসে সুশীল সহ আরও কয়েকজন চড়াও হয় সাগরের ওপর। এই ঘটনায় তরুণ কুস্তিগিরের দু'জন বন্ধুও আহত হয়। পোস্টমর্টেম রিপোর্টে জানা যায়, ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করার কারণে মৃত্যু হয় সাগরের। কিন্তু মার্চ মাসে তাঁকে জামিন দেয় দিল্লি হাইকোর্ট। জানানো হয়, তিন বছরের ট্রায়ালে ১৮৬ জন সাক্ষীর মধ্যে মাত্র ৩০ জনের পরীক্ষা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেন মৃত কুস্তিগিরের কাকা অশোক ধনখড়। দাবি করেন, প্রমাণ এবং সাক্ষী লোপাট করার চেষ্টা করেন সুশীল। দাবি করে হয়, এর আগে অন্তর্বতী জামিনে থাকাকালীন এক প্রধান সাক্ষীকে হুমকি নেন অলিম্পিকের পদকজয়ী। সবকিছু বিবেচনা করেই সুশীলের জামিন খারিজ করে সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, এক মাস আগেই স্বাভাবিক জীবনে ফেরেন সুশীল। হাই-প্রোফাইল মার্ডার কেসে জামিনে মুক্তি পেয়ে নর্দার্ন রেলওয়ের চাকরিতে যোগ দেন তারকা কুস্তিগির। ফেরেন চাকরিজীবনে। একসময় ভারতীয় কুস্তির মুখ ছিলেন সুশীল। কিন্তু বিগত কয়েক বছর কোর্ট রুমেই বেশিভাগ সময় কেটেছে। সতীর্থ কুস্তিগির সাগর ধনখড়কে খুন করার অভিযোগে ২০২১ সাল থেকে বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন। মাস পাঁচেক আগে দিল্লি হাইকোর্ট তাঁকে জামিন দেয়। তবে মামলার নিষ্পত্তি হয়নি। তদন্ত চলছিল। জামিনে মুক্তি পাওয়ায়, কয়েকদিনের জন্য হলেও কিছুটা স্বাভাবিক জীবনে ফেরেন সুশীল।
বর্তমানে নর্দার্ন রেলওয়েতে সিনিয়র কমার্শিয়াল ম্যানেজারের পোস্টে আছেন তারকা কুস্তিগির। নিজের ফর্মাল পোশাকেই চাকরিতে যোগ দেন। সমস্ত নিয়ম মেনেই তাঁকে রেলের চাকরিতে ফেরানো হয়। সুশীলের আবার চাকরিতে যোগ দেওয়া মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। খুনের দায়ে অভিযুক্ত একজনকে চাকরিতে ফেরানো নিয়ে প্রশ্ন তোলে অনেকে। আবার একাংশ মনে করে, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত সুশীল নির্দোষ। তাই পেশাদার জীবনে ফিরতে কোনও সমস্যা নেই। একসময় জাতীয় আইকন ছিলেন। ২০০৮ বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ জেতেন। ২০১২ লন্ডন অলিম্পিকে রুপো পান। সেখান থেকে খুনের দায়ে অভিযুক্ত! যা গোটা দেশকে চমকে দেয়। চাকরিতে যোগ দিলেও, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, তাঁর মাথার ওপর খাড়া ঝুলছিল। সেই কোপই পড়ল। বড়সড় সমস্যার মুখে সুশীল। খারিজ হল জামিন। এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে হবে সুশীলকে।
