আজকাল ওয়েবডেস্ক: একে তো হার। তার উপর আবার ব্যাট চেকিংয়ের সময় মুখ পুড়ল সুনীল নারাইনের।
আইপিএলে এবার একাধিক নিয়ম কার্যকর হয়েছে। তার মধ্যে একটি হল খেলা চলাকালীন নিয়মিত ব্যাটারদের ব্যাট পরীক্ষা করা হবে। যাতে কোনও ব্যাটার অনৈতিক সুবিধা না পেয়ে যান।
পাঞ্জাব ম্যাচে ব্যাট করতে নামার আগে সুনীল নারাইনের ব্যাট পরীক্ষার সময় দেখা যায়, সেটি একটু বেশিই চওড়া। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও যথেষ্ট ভাইরাল হয়েছে। যে ভিডিওয় দেখা গেছে, নারাইনের ব্যাট পরীক্ষায় দেখা যাচ্ছে, সেটি একটু বেশিই চওড়া। এরপরই নেটিজেনরা প্রশ্ন তুলতে শুরু করেছেন। তাহলে কী পাঞ্জাব ম্যাচের আগে অবধি এই ব্যাট নিয়েই খেলে গিয়েছেন নারাইন। পেয়ে গিয়েছেন অনৈতিক সুবিধা।
নারাইন ছাড়াও কেকেআরের টেল এন্ডার অনরিখ নর্টজের ব্যাটও একটু বেশিই চওড়া ছিল। তিনি যখন ব্যাট করতে নামছিলেন, তখন পরীক্ষায় তা ধরা পড়ে। এরপর নারাইনের মতো তিনিও ব্যাট বদল করে মাঠে নামেন।
এটা ঘটনা মঙ্গলবার একাধিক কেকেআর ব্যাটারের ব্যাট পরীক্ষা করা হয়। ত্রুটি ধরা পড়ে নারাইন ও নর্টজের ব্যাটে। অতিরিক্ত আম্পায়ার সৈয়দ খালিদ ব্যাট পরীক্ষা করছিলেন। যদিও এই ঘটনায় নারাইন বেশ বিরক্তই হয়েছেন। দীর্ঘক্ষণ তাঁকে কথা বলতে দেখা যায় অতিরিক্ত আম্পায়ারের সঙ্গে।
নারাইনের ব্যাট যখন পরীক্ষা করা হচ্ছিল, তখন সেখানে উপস্থিত ছিলেন অঙ্গকৃশ রঘুবংশী। কিন্তু তাঁর ব্যাট নিয়ে কোনও সমস্যা হয়নি। যত সমস্যা ওই নারাইনের ব্যাটে।
এবারের আইপিএলে ড্রেসিংরুমেও ক্রিকেটারদের ব্যাট চেক হয়েছে। আবার বাউন্ডারি লাইনের ধারেও হয়েছে। নারাইনের ক্ষেত্রে হল বাউন্ডারি লাইনের ধারে।
