আজকাল ওয়েবডেস্ক: প্রথম টেস্টে ব্যাটার ঋষভ পন্থের উত্থান দেখল ক্রিকেটদুনিয়া।
আইপিএলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি পন্থ। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে সেই পন্থই টেস্টে রেকর্ড গড়ে বসলেন।
দুই ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি। প্রথম ইনিংসে তিনি করেন ১৩৪ রান। দ্বিতীয় ইনিংসে পন্থের ব্যাট থেকে আসে ১১৮ রান।
প্রথম ইনিংসে শতরানের পরে পন্থ ডিগবাজি খেয়েছিলেন। মজা করে সুনীল গাভাসকর বলেছিলেন, ''এবার না আবার অ্যাম্বুল্যান্স ডাকতে হয়!''
সেই সুনীল গাভাসকরই সেঞ্চুরির পরে পন্থকে ফের ডিগবাজি খেতে বলেন। জবাবে পন্থ বলেন, ''পরে করব।''
গাভাসকর দারুণ খুশি হন পন্থের সেঞ্চুরি দেখে। ধারাভাষ্য দিতে এসে তিনি বলেন, ''আমাকে স্বীকার করতেই হবে যে আমারও ব্যাকফ্লিপ করতে ইচ্ছা হচ্ছিল। কিন্তু এই বয়সে তা আর করা সম্ভব নয়। কিন্তু আমি ব্যাকস্ট্যান্ড করতে পারতাম। আমি ব্যাকস্ট্যান্ড করতে চাইছিলাম।'' কিন্তু সেই ব্যাকস্ট্যান্ডও আর করতে পারেননি গাভাসকর।
