আর্থিক কষ্টে নাজেহাল? প্রতি মাসেই টানাটানি লেগেই আছে? ধার করে শোধ করতে পারছেন না? বা অর্থ সংক্রান্ত অন্য সমস্যায় ভুগছেন? তাহলে দারচিনি এবং কর্পূর দিয়ে করুন এই টোটকা। জেনে নিন পদ্ধতি। ছবি- সংগৃহীত
2
5
প্রতি শুক্রবার বাড়ির মন্দিরে বা ঠাকুরঘরে দারচিনি এবং কর্পূর জ্বালানো হয় এবং তার ধোঁয়া গোটা বাড়িতে ছড়িয়ে দেওয়া হয় তাহলে আর্থিক কষ্ট দূর হয়। আয়ের নতুন উৎস তৈরি হয়। এমনকী বৈবাহিক জীবনেও সুখ, শান্তি বজায় থাকে। ছবি- সংগৃহীত
3
5
বাস্তু দোষ রয়েছে? বা গ্রহ দোষ? আর তার কারণেই জীবন ছারখার? তাহলে বাড়ির উত্তর দিকে দারচিনি এবং কর্পূর জ্বালান। এতে উক্ত সমস্যা মিটবে। গ্রহ শান্ত হয়। এমনকী পদোন্নতি হওয়ার যোগ তৈরি হয়। কাজের জায়গায় সুনাম ছড়ায়। ছবি- সংগৃহীত
4
5
বাড়িতে রোজ রোজ ছোটখাটো কারণেও ঝগড়া, অশান্তি হচ্ছে? তাহলে রান্নাঘরে দারচিনি এবং কর্পূর জ্বালান। এতে মানসিক চাও কমে। অশান্তির পরিবেশ কেটে, শান্তির পরিবেশ তৈরি হয়। সুখ ফিরে আসে। রাহু কেতু দোষ দূর হয়। এবং পূরণ হয় সমস্ত মনের ইচ্ছে। ছবি- সংগৃহীত
5
5
হওয়া কাজ শেষ মুহূর্তে ভেস্তে যাচ্ছে? বা বাড়িতে নেতিবাচক কোনও উর্জার অস্তিত্ব টের পাচ্ছেন? তাহলে বাড়ির মুখ্য দরজার কাছে দারচিনি এবং কর্পূর জ্বালান। এতে কেটে যাবে সমস্ত নজর দোষ। সুখ, শান্তি পুনরায় ফিরে আসবে। ছবি- সংগৃহীত