আজকাল ওয়েবডেস্ক: কথা দিয়েছিলেন। আর তা রাখলেন সুনীল গাভাসকার। গান গাইলেন জেমাইমা রড্রিগেজের সঙ্গে। তার মধ্যে চমক ছিল জেমাইমার গিটারটা। গাভাসকারের উপহারটা কি গিটার নাকি ব্যাট? আসলে ব্যাটের মতো দেখতে গিটার। আর জেমাইমা সেটা বাজালেন, গান গাইলেন গাভাসকার। ‘শোলে’ ছবির সেই বিখ্যাত গান ‘ইয়ে দোস্তি, হাম নেহি তোড়েঙ্গে।’
বিশ্বকাপ জিতলে জেমাইমা রড্রিগেজের সঙ্গে গান গাইবেন বলেছিলেন গাভাসকার। সেটা অবশ্যই যদি জেমাইমা রাজি থাকে। মহিলাদের বিশ্বকাপ জিতেছে ভারত। এরপরই জেমাইমা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছিলেন, তিনি রাজি। তারপর থেকেই দেশের ক্রিকেট ভক্তরা অপেক্ষা করছিলেন, কবে সেই মুহূর্ত আসবে। অবশেষে উপস্থিত হল সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত।
শুক্রবার জেমাইমাকে একটি বিশেষ গিটার উপহার দেন সানি। যা দেখতে অনেকটা ব্যাটের মতো। জেমাইমা যখন উপহারটা পান, তখন একেবারে আহ্লাদে আটখানা। তিনি আবার জিজ্ঞেসও করেন, এটা দিয়ে গান গাওয়া যাবে না ব্যাট করা যাবে? জবাবে গাভাসকার মুচকি হেসে বলেন, দুটোই করা যাবে।
তারপরই জুটিতে গান ধরেন, ‘ইয়ে দোস্তি, হাম নেহি তোড়েঙ্গে।’ যা শুনে উত্তাল নেটপাড়া। এটা ঘটনা, এর আগেও একবার এই জুটিকে মঞ্চ মাতাতে দেখা গিয়েছিল। সেটা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেবার তাঁরা একসঙ্গে গেয়েছিলেন, ‘ক্যায়া হুয়া তেরা ওয়াদা।’ আর এবার ‘শোলে’র বিখ্যাত গান গাইলেন দু’জনে।
এদিকে, রবিবারই ফের আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে বিরাট কোহলিকে। ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ। তিন ম্যাচের সিরিজের প্রথমটি রবিবার ভদোদরায়।
ভদোদরায় পুরোদমে চলছে টিম ইন্ডিয়ার অনুশীলন। তার মধ্যে ভাইরাল কোহলির একটি ছবি। মুখে চওড়া হাসি, সামনে কয়েকজন খুদে ভক্ত। তার মধ্যে একজনের মুখের আদল ঠিক বিরাটের মতো। যেন তাঁর যমজ। বিরাটের সঙ্গে সেই খুদে ভক্তর মিষ্টি মুহূর্তের ছবি ইতিমধ্যে ভাইরাল।
শুক্রবার টিম ইন্ডিয়ার অনুশীলনের ফাঁকেই খুদে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ কোহলির। ব্যাটে অটোগ্রাফ পেয়ে আহ্লাদে আটখানা অনেক ভক্ত। এর মধ্যে নজর পড়েছে এক খুদে ভক্তর উপর। পরনে ভারতের জার্সি। তাঁর ছোট্ট ব্যাটে সই করে দেন কোহলি। আর সেই খুদের সঙ্গে অনেকে কোহলির ছোটবেলার ছবির মিল পাচ্ছেন অনেকে। অনেকে সেই মিল দেখিয়ে ছবি শেয়ার করছেন। এমনকী আইপিএলের দল লখনউ সুপার জায়ান্টসও দু’জনের ছবি শেয়ার করেছে। তবে কোহলির ‘যমজ’ খুঁজে পাওয়া নতুন কিছু নয়। এর আগেও কোহলির মতো দেখতে অনেককে আবিষ্কার করা গিয়েছে। এমনকী বাংলাদেশেও কোহলির এক ‘যমজ’ ভক্ত রয়েছে।
