আজকাল ওয়েবডেস্ক: আড়াই দিনে শেষ অ্যাডিলেড টেস্ট। পিঙ্ক বল টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে অস্ট্রেলিয়া।
সিরিজে বাকি তিনটি টেস্ট। দেশের প্রাক্তন ক্যাপ্টেন সুনীল গাভাসকর টিম ইন্ডিয়া-কে পারমর্শ দিয়ে বলছেন, হাতে যে দু'দিন রয়েছে, সেগুলো নষ্ট করো না। ওই দিনগুলোও কাজে লাগানো দরকার।
১৪ ডিসেম্বর থেকে শুরু তৃতীয় টেস্ট। ব্রিসবেন টেস্টের আগে অতিরিক্ত যে দু'দিন সময় রয়েছে তার উপযুক্ত সদ্ব্যবহারের পাশাপাশি সানির পরামর্শ, ''বাকি তিনটি টেস্ট রয়েছে সিরিজের। ভুলে যাও তোমরা এটা পাঁচ ম্যাচের সিরিজ। ভারতীয় দলের কাছ থেকে আমি দেখতে চাই, বাকি কয়েকটা দিন ওরা অনুশীলন করুক। অতিরিক্ত দুটো দিনও অনুশীলন করুক। এটা খুবই গুরুত্বপূর্ণ। হোটেলের ঘরে বসে না থেকে বা অন্য কোথাও ঘোরাঘুরি না করে প্র্যাকটিস করো। তোমরা তো এখানে ক্রিকেট খেলতেই এসেছো।''
লিটল মাস্টার আরও বলেন, ''গোটা দিন অনুশীলন করার কথা কেউ বলছে না। সকালে বা দুপুরে এক বা দুটো সেশন কেবল অনুশীলন করতে হবে। সময়টা তোমরা স্থির করো। কিন্তু অতিরিক্ত যে দিনগুলো পাওয়া গেল, সেগুলো নষ্ট করো না।''
গাভাসকর জানাচ্ছেন, অস্ট্রেলিয়ায় ৫৭ দিনের সফর। এই ৫৭ দিনের মধ্যে পাঁচ দিনের পাঁচটি টেস্ট ম্যাচ রয়েছে। তাহলে বাকি থাকে ৩২ দিন। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ২দিনের ম্যাচ রয়েছে। তার অর্থ ৩০ দিন হাতে রয়েছে। পারথে একদিন অতিরিক্ত পাওয়া গিয়েছে। অ্যাডিলেডে আরও দু'দিন পাওয়া গেল। সানি বলছেন, ''আমার অনুরোধ তোমরা প্র্যাকটিস করো। বুমরাহর প্র্যাকটিসের দরকার নেই। রোহিত-বিরাট যদি অনুশীলন করতে না চায়, তাহলেও সমস্যার কিছু নেই। ওরা অভিজ্ঞ প্লেয়ার। কিন্তু বাকিরা এসো। অনুশীলন করো।''
