আজকাল ওয়েবডেস্ক: মাস ছয়েক আগের কথা। কমেন্ট্রি বক্সে ধারাবিবরণী দেওয়ার সময় নিজেকে আটকাতে পারেননি সুনীল গাভাসকর। যার জন্য পরে সমালোচিতও হন। ঋষভ পন্থের একটি বেহিসেবী শট দেখে 'স্টুপিড স্টুপিড' বলে চেঁচিয়ে ওঠেন কিংবদন্তি। গুরুত্বপূর্ণ সময় স্কট বোল্যান্ডের বলে বাজে আউট হন পন্থ। মাঝে কয়েক মাসের বিরতি। তাতেই পট পরিবর্তন। শোয়েব বশিরের বলে লং অনের ওপর দিয়ে লম্বা ছক্কা হাঁকিয়ে শতরান করেন। যা দেখে উচ্ছ্বসিত সুনীল গাভাসকর। সেঞ্চুরি করা মাত্র সামারসল্ট মেরে সেলিব্রেট করেন। যা ক্রমশ সিগনেচারে পরিণত হচ্ছে। কয়েক মাস আগেই পন্থের বেহিসেবী ব্যাটিংয়ের সমালোচনা মুখর ছিলেন। কিন্তু এদিন সুর নরম। বরং, প্রশংসা করলেন। 

গাভাসকর বলেন, 'গোটা ইনিংস মেপে খেলেছে। নিজেকে সময় দিয়েছে। সেট হওয়ার পর যখন বোলাররা ক্লান্ত হয়ে পড়েছে, তারপরই আক্রমণাত্মক মেজাজ ধারণ করে। শুরুতে ক্রিজে নিজেকে সময় দেওয়ায়, পরের দিকে আগ্রাসী শট খেলা সহজ হয়ে যায়। রক্ষণাত্মক শট দেখে মনে হয়েছে, ওর হাতে প্রচুর সময় আছে। খুব প্রতিভাবান। আমি দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ায় ওর শতরান দেখেছি। এটাকেও একই জায়গায় রাখতে হবে।' গিলের সঙ্গে দুশো রানের পার্টনারশিপে ভারতকে ভাল জায়গায় পৌঁছে দেন পন্থ। লিডসে দ্বিতীয় দিন টেস্টে নিজের সপ্তম শতরান করলেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার।‌ ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ। ভারতীয় উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি শতরান। পন্থের শতরানের সংখ্যা সাত, সেখানে ধোনির ছয়।