আজকাল ওয়েবডেস্ক: পেনাল্টি স্পট থেকে গোললাইন, পৃথিবীর রহস্যময় সরণী। আর এই সরণী থেকে শনিসন্ধ্যায় গোল করে সুনীল ছেত্রী নিজেকে নিয়ে গেলেন ধরাছোঁয়ার বাইরের এক পৃথিবীতে। ওগবেচেকে টপকে আইএসএলের সর্বোচ্চ গোলদাতার শিরস্ত্রাণ এখন সুনীল ছেত্রীরই মাথায়।
এক স্টেপে পেনাল্টি থেকে গোল করা অভ্যাসে পরিণত করে ফেলেছেন তিনি। এদিনও এক স্টেপে পেনাল্টি নিলেন। পরাস্ত করলেন মোহনবাগানের বিশাল কাইথকে। বাগানের জালে বল জড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক হয়ে গেলেন আইএসএলের সর্বোচ্চ গোলদাতা। ১৫৮টি আইএসএল ম্যাচ থেকে সুনীলের গোলসংখ্যা এখন ৬৪। অ্যাসিস্ট ১১। সব মিলিয়ে তাঁর অবদান ৭৫। উল্লেখ্য, ওগবেচের গোলসংখ্যা ছিল ৬৩। সুনীল ছেত্রীর নামের পাশে ৬৪টি গোল।
গোল করাই রক্তে সুনীলের। জাতীয় দলের জার্সিতে ১৫১টি ম্যাচ থেকে ৯৪টি গোল রয়েছে তাঁর। ভারতের নীল জার্সিতে তাঁকে আর খেলতে দেখা যায় না। বুট জোড়া তুলে রেখেছেন বিখ্যাত এগারো নম্বর জার্সিধারী। কিন্তু ক্লাবের হয়ে এখনও ফুল ফোটাচ্ছেন তিনি। তাঁর গোলখিদে এখনও কমেনি।
এদিন তাঁর প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে গোল করেই রেকর্ডের পাতায় নাম লিখে ফেললেন বহু যুদ্ধের সৈনিক। তার পরই হাত জোড় করে বেঙ্গালুরু দর্শকদের দিকে তাকিয়ে সুনীলের উদযাপন। ক্লাব ফুটবলে সুনীল এখনও নট আউট। তাঁর পায়ের দিকে তাকিয়ে বেঙ্গালুরু ভক্তরা। চলতি আইএসএলে সুনীল ছেত্রী আরও মণিমুক্তো ছড়াবেন বলেই আশা করছেন ফুটবলভক্তরা।
