আজকাল ওয়েবডেস্ক:‌ সিরিজ জেতা হয়ে গিয়েছে কটকেই। আমেদাবাদের ম্যাচ নিয়মরক্ষার। আর তাই ভারতীয় দলের প্রথম একাদশে তিনটি পরিবর্তন। তবে ঋষভ পন্থ তৃতীয় ম্যাচেও দলে সুযোগ পেলেন না।


আগের দুই ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং করলেও আমেদাবাদে বুধবার টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। 
শুরুতে ব্যাট করবে ভারত। কটক ম্যাচের দলে তিনটি পরিবর্তন করেছে ভারত। মহম্মদ সামির জায়গায় প্রথম একাদশে এসেছেন অর্শদীপ সিং। রবীন্দ্র জাদেজার জায়গায় এসেছেন ওয়াশিংটন সুন্দর। বরুণ চক্রবর্তীর জায়গায় এসেছেন কুলদীপ যাদব। তবে বরুণের হালকা চোট রয়েছে।


প্রসঙ্গত, অর্শদীপ এবং ওয়াশিংটন সিরিজে এই প্রথমবার খেলছেন। কুলদীপ প্রথম ম্যাচ খেললেও দ্বিতীয় ম্যাচে ছিলেন না। খেলেছিলেন বরুণ। তৃতীয় ম্যাচে কুলদীপ আবার দলে ফিরলেন। তবে পন্থকে কিন্তু এই সিরিজে প্রথম একাদশে সুযোগ দেওয়া হল না। উইকেটকিপার হিসেবে দলে থাকলেন ব্যাটার লোকেশ রাহুলই। ফলে বোঝাই যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রোহিত–গম্ভীরের পছন্দের তালিকায় পন্থ নন, থাকছেন রাহুলই।


২০২৩ বিশ্বকাপে উইকেটরক্ষক রাহুল দুরন্ত পারফর্ম করেছিলেন। এটাই পন্থের থেকে এগিয়ে দিল তাঁকে। আর ইংল্যান্ড দলে হয়েছে একটাই পরিবর্তন। জেকব বেথেলের জায়গায় এসেছেন টম ব্যান্টন। 

এই ম্যাচ খেলেই দুবাই উড়ে যাবে ভারতীয় দল।