আজকাল ওয়েবডেস্ক: বুমরার পর আকাশ দীপ। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে খেলতে পারবেন না টিম ইন্ডিয়ার এই পেসার। সিডনি টেস্টে চোটের জন্য খেলতে পারেননি আকাশ দীপ।
প্রসঙ্গত, টেস্ট অভিষেক হলেও এখনও দেশের হয়ে ওয়ানডে বা টি২০ খেলা হয়নি আকাশের। এবার সুযোগ ছিল কিন্তু সম্ভবত তা হচ্ছে না চোটের জন্য।
এদিকে ২২ জানুয়ারি শুরু হচ্ছে ইংল্যান্ড সিরিজ। যেখানে পাঁচটি টি২০ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দেশ। তারপরই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।
পিঠে ব্যথার জন্য সিডনি টেস্ট খেলতে পারেননি আকাশ দীপ। সূত্রের খবর, অন্তত একমাস মাঠের বাইরে থাকতে হবে আকাশ দীপকে। আপাতত এনসিএতে রিহ্যাবে থাকবেন বাংলার এই পেসার।
এদিকে, টি২০ সিরিজে বুমরার পাশাপাশি থাকছেন না সিরাজও। তাই চেষ্টা করা হচ্ছে আকাশ দীপকে অন্তত টি২০ সিরিজের আগে ফিট করে তোলার। তবে তা কতটা সম্ভব তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
সূত্রের আরও খবর, বুমরা তো বটেই ওয়ার্কলোড কমাতে সিরাজকেও টি২০ সিরিজে দেখা যাবে না। বুমরা ও সিরাজ দু’জনেই বর্ডার গাভাসকার ট্রফিতে অন্তত ১৫০ ওভার করে বল করেছেন। তবে চোট সারিয়ে মহম্মদ সামির একটা সম্ভাবনা রয়েছে ইংল্যান্ড সিরিজে ফেরার।
