আজকাল ওয়েবডেস্ক: দিনকয়েক আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক লড়াইয়ের উত্তাপ বাড়িয়ে দিয়েছিলেন।
সংবাদ সংস্থা পিটিআই-কে শরিফ বলেছেন, ''আমাদের দল খুবই ভাল। সাম্প্রতিক কালে ওরা ভালই খেলেছে। কিন্তু আসল কাজ কেবল চ্যাম্পিয়ন্স ট্রফি জয় নয়। আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকেও হারাতে হবে দুবাইয়ে। গোটা দেশ পিছনে রয়েছে।''
পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সহমত পোষণ করেন না নাসিম শাহ। তিনি মনে করেন চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে হলে নজর দিতে হবে গোটা টুর্নামেন্টে। ভারতের বিরুদ্ধে ম্যাচটাকেই কেবল গুরুত্ব দিতে চান না তিনি।
২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারত-পাক ম্যাচ। নাসিম শাহ বলছেন, ''ভারতের বিরুদ্ধে আমরা কীভাবে খেলব, তা এখনও স্থির হয়নি। কোনও আলোচনাও হয়নি। আমরা গোটা টুর্নামেন্ট নিয়ে ভাবছি। কোনও একটা ম্যাচ নিয়ে নয়। আমরা চ্যাম্পিয়ন হতে চাই।''
ভারত ম্যাচকে অতিরিক্ত গুরুত্ব দিতে চান না নাসিম শাহ। তিনি বলছেন, ''কেবল একটা ম্যাচকে গুরুত্ব দিলে অন্য ম্যাচগুলো থেকে ফোকাস নড়ে যাবে। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টেনশনের। যে দল চাপ দক্ষভাবে সামলাবে, সেই দলই জিতবে।''
দুই দেশের সম্পর্কের বরফ এখনও গলেনি। ভারত আর পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ এখন আর হয় না। আইসিসি ও এসিসি-র টুর্নামেন্টেই কেবল দেখা হয় দুই দেশের। এই ম্যাচ সব অর্থেই অন্যরকম।
