আজকাল ওয়েবডেস্ক: বড় সম্মান পেলেন যশপ্রীত বুমরা ও স্মৃতি মান্ধানা। উইজডেনের বিচারে 'লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড' হলেন বুমরা। মহিলাদের 'লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড' হন স্মৃতি মান্ধানা।
গত বছর অনন্য এক রেকর্ড গড়েন বুমরা। টেস্ট ইতিহাসের প্রথম বোলার হিসেবে কুড়ির কম গড়ে ২০০ উইকেট নেন 'বুম বুম' বুমরা।
বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় বোলিংকে একাই নেতৃত্ব দেন বুমরা। ৫টি টেস্টে ৩২টি উইকেট নেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরা টুর্নামেন্টের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন।
অন্যদিকে তিন ফরম্যাট মিলিয়ে মহিলাদের ক্রিকেটে ১৬৫৯ রান করেন স্মৃতি মান্ধানা। এক ক্যালেন্ডার ইয়ারে এটাই কোনও মহিলা ক্রিকেটারের সর্বোচ্চ রান।
বুমরা ও মান্ধানার পাশাপাশি লিডিং টি-টোয়েন্টি ক্রিকেটার হন ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরান। বছরের সেরা পারফরম্যান্সের জন্য উইজডেন ট্রফি পেলেন নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার।
