আজকাল ওয়েবডেস্ক: বিরাট চাপে পাকিস্তান। প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে তারা। করাচিতে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে। পরের ম্যাচেই পাকিস্তানের সামনে ভারত। রক্তের গতি বাড়ানো সেই ম্যাচের আগে পাকিস্তান আরও চাপে। পাকিস্তানের তারকা ব্যাটার ফকর জামান ছিটকেই গেলেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। একাধিক মিডিয়ায় এমনটাই খবর।
এই ফকর জামানই ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। বুকের পেশিতে ব্যথা রয়েছে ফকর জামানের। সেই কারণে তিনি ছিটকে গেলেন টুর্নামেন্ট থেকেই। তাঁর পরিবর্তে পাকিস্তান স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হচ্ছে ইমাম উল হককে। এমনটাই খবর শোনা যাচ্ছে। ইমাম উল হল পাকিস্তানের হয়ে শেষবার খেলেছিলেন ২০২৩ সালের ২৭ অক্টোবর।
প্রথম ম্যাচেই ফকর জামান ফিল্ডিং করার সময়ে চোট পান। চোট পাওয়ার পরে ফকর জামান আর ফিল্ডিং করেননি। ৩২০ রান তাড়া করতে নেমে ফকর জামান নামেন চার নম্বরে। ব্যাট করার সময়ে বোঝাই যাচ্ছিল ফকর জামানের কষ্ট হচ্ছে। ৪১ বলে ২৪ রান করেন ফকর জামান।
সাইম আয়ুব আগেই ছিটকে গিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। এবার ফকর জামানও ছিটকে গেলেন। সমস্যা আরও বাড়ল পাকিস্তানের। ভারতের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ পাকিস্তানের কাছে বাঁচা-মরার। হেরে গেলেই টুর্নামেন্ট শেষ হয়ে যাব তাদের। এত সমস্যা নিয়ে পাকিস্তান কতটা এগোয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটাই দেখার।
