আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের যোগ্যতাঅর্জন করল স্পেন। পাশাপাশি ২০২৬ বিশ্বকাপের টিকিট পেল বেলজিয়াম, স্কটল্যান্ডও।
ইউরোপ থেকে ১২ দল চূড়ান্ত হয়ে গেছে। তবে এখনও ইউরোপের প্লে অফ পর্বের ম্যাচ বাকি। অন্যদিকে উত্তর আমেরিকা থেকে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে পানামা, হাইতি, কুরাকাও। এর মধ্যে কুরাকাও প্রথমবার বিশ্বকাপ খেলবে। যাদের জনসংখ্যা মাত্র দেড় লক্ষ। বিশ্বকাপের ছাড়পত্র পাওয়া ক্ষুদ্রতম দেশ কুরাকাও। আর মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সোনি নর্দের দেশ হাইতি ৫২ বছর পর বিশ্বকাপের ছাড়পত্র পেল।
ইউরোপ থেকে বারোটি গ্রুপের শীর্ষে থেকে আমেরিকা–কানাডা–মেক্সিকো বিশ্বকাপের ছাড়পত্র পেয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন ও সুইজারল্যান্ড। চারটে পটে ষোলোটি দল প্লে অফে নামবে।
এদিকে, স্পেনের বিশ্বকাপ টিকিট পাওয়া নিয়ে সেভাবে সংশয় ছিল না। তবে ঘরের মাঠে তারা তুরস্কের কাছে ২–২ গোলে আটকে গেল। ইউরো চ্যাম্পিয়নদের হয়ে গোল করেন দানি ওলমো ও মিকেল ওয়ারজাবাল। দু’বার এগিয়ে গিয়েও তুরস্ককে হারাতে পারেনি তারা। যদিও অপরাজিত থেকেই বিশ্বকাপের মূলপর্বে গেল স্পেন। তবে ফুটবল বিশ্ব মেতে রয়েছে স্কটল্যান্ডের নাটকীয় জয়ে। ডেনমার্কের বিরুদ্ধে জিতলে তবেই বিশ্বকাপের যোগ্যতাঅর্জন করবে, এই পরিস্থিতিতে মাঠে নেমেছিল তারা। ৩ মিনিটে অনবদ্য ব্যাকভলিতে স্কটিশদের এগিয়ে দেন স্কট ম্যাকটমিনে। ৫৭ মিনিটে ডেনমার্ককে সমতায় ফেরান ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে প্রাক্তন ও নাপোলিতে বর্তমান তাঁর সতীর্থ রাসমুস হইলুন্ড। ডেনিশদের ড্র করলেই চলত। কিন্তু ৬১ মিনিটে ক্রিশ্চেনসন লাল কার্ড দেখায় তাদের বিপদ বাঁধে। সেই সুযোগে কর্নার থেকে হেডে স্কটল্যান্ডকে এগিয়ে দেন শ্যাঙ্কল্যান্ড। ৮২ মিনিটে প্যাট্রিক ডগরুর গোলে ফের সমতা ফেরায় ডেনমার্ক। তবে নাটক বাকি ছিল অতিরিক্ত সময়ে। কিরান তিরেনির বাঁ পায়ের বাঁকানো শট জালে জড়িয়ে যেতেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যায়। আর একেবারে শেষ মুহূর্তে ডেনমার্ককে ৪–২ গোলে জেতান কেনি ম্যাকলিন। ২৮ বছর পর বিশ্বকাপে দেখা যাবে ডেনমার্ককে।
এদিকে, উত্তর আমেরিকা থেকে বিশ্বকাপের টিকিট পেল পানামা, কুরাকাও ও হাইতি। মাত্র দেড় লক্ষ মানুষের দেশ কুরাকাও এবার প্রথম বিশ্বকাপ খেলবে। তারা জামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করে। পানামাকে ২০১৮–র বিশ্বকাপে দেখা গিয়েছিল। অন্যদিকে সনি নর্দের দেশ হাইতি ১৯৭৪–র পর ফের বিশ্বকাপ খেলবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা নিকারাগুয়াকে হারাল ২–০ গোলে। এখনও পর্যন্ত মোট ৪২টি দেশ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে। আর ৬টি দেশ বাকি।
