আজকাল ওয়েবডেস্ক: ছ’বছর পর ইডেনে ফিরেছে টেস্ট ক্রিকেট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। কিন্তু প্রথম টেস্টের প্রথম দিনেই জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা এবং ঋষভ পন্থের মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক।

স্টাপ মাইকে শোনা গিয়েছে তিন ভারতীয় ক্রিকেটার প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে ‘বামন’ বলে অভিহিত করেছেন। এই প্রসঙ্গে প্রোটিয়া ব্যাটিং কোচ অ্যাশলে প্রিন্সকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, টেম্বা বাভুমাকে নিয়ে ভারতের জসপ্রীত বুমরা ও ঋষভ পন্থের করা ‘বামন’ মন্তব্য নিয়ে প্রোটিয়া শিবিরে কোনও আলোচনা হবে না।

প্রথম দিনের খেলা শেষে সাংবাদিক বৈঠকে প্রিন্স বলেন, ‘না। এ বিষয়ে কোনও আলোচনা হবে না। এখনই প্রথম শুনলাম। আমার মনে হয় না, এ নিয়ে কোনও সমস্যা তৈরি হবে’।

ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৩তম ওভারে। বুমরার করা একটি তীক্ষ্ণ ইন-সুইং ডেলিভারি বাভুমার উরুর পিছনে লাগে। বুমরা তৎক্ষণাৎ এলবিডব্লিউর আবেদন করলেও আম্পায়ার নাকচ করেন।

এরপর পন্থের সঙ্গে আলোচনার সময় দু’জনকে বাভুমাকে ‘বামন’ বলে উল্লেখ করতে শোনা যায়। বিতর্কিত এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চার জন্ম দিয়েছে।

যদিও এলবিডব্লিউয়ের আবেদনে আম্পায়ার নট আউট দিলেও বাভুমা বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ১১ বল খেলে ৩ রানে কুলদীপ যাদবের বলে আউট হন তিনি।

দক্ষিণ আফ্রিকার ইনিংস থেমে যায় মাত্র ১৫৯ রানে (৫৫ ওভারে)। জবাবে ভারত দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৩৭ রান তোলে। খারাপ আলোর কারণে প্রথম দিনের খেলা বন্ধ হয়ে সময় তারা প্রোটিয়াদের প্রথম ইনিংসের চেয়ে ১২২ রানে পিছিয়ে ছিল।

বোলারদের পারফরম্যান্স নিয়ে প্রিন্স আরও বলেন, ‘সিরাজ প্রথম স্পেলে ঠিক ছন্দ খুঁজে পায়নি। তবে এন্ড বদলানোর পর দুর্দান্ত ছন্দে ফিরে আসে। আর বুমরা তো ছিলই নির্দয়। স্পিনাররাও ভালো করেছে। কয়েকটা ডেলিভারি ছিল এমন, যেগুলোতে ব্যাটারদের কিছুই করার থাকে না। আমাদের ম্যাচে ফিরতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে। ম্যাচে এখনও অনেক পথ বাকি আছে। আশা করি দ্বিতীয় ইনিংসে আরও ভাল ব্যাট করতে পারব আমরা।’

উল্লেখ্য, প্রথম দিনের নায়ক ছিলেন জসপ্রীত বুমরা। তাঁর আগুনে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ১৫৯ রানে। ভারতীয় ইনিংসের শেষে ক্রিজে ছিলেন কেএল রাহুল ও ওয়াশিংটন সুন্দর।