আজকাল ওয়েবডেস্ক: জন্মদিন লন্ডনে পরিবারের সঙ্গে কাটাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। মাঝরাতে স্ত্রী ডোনা এবং মেয়ে সানার সঙ্গে কেক কেটে সেলিব্রেট করেন প্রাক্তন ভারত অধিনায়ক। এখানেই শেষ নয়। সবে উৎসবের শুরু। এরপর চলে লন্ডনের রাস্তায় চুটিয়ে নাচ। বাবা-মেয়ে জুটিতে লন্ডন কাঁপান সৌরভ-সানা। মধ্যরাতে লন্ডনের রাস্তায় 'পুরা লন্ডন ঠুমকদা' গানের সঙ্গে জমিয়ে নাচ সৌরভের। সঙ্গী সানা। ৫০তম জন্মদিনেও টেমসের ধারে মন খুলে নাচতে দেখা গিয়েছিল প্রাক্তন বোর্ড সভাপতিকে। যা সচরাচর দেখা যায় না। নিজের ৫২তম জন্মদিনে আবার ফিরে এল দু'বছর আগের চিত্র। এদিন নেটমাধ্যমে শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছে সৌরভ। আন্তর্জাতিক তারকা থেকে শুরু করে বাংলার ক্রিকেটার, 'প্রিয় দাদা'কে অভিনন্দন বার্তায় ভরিয়ে দিচ্ছেন সকলে। মনোজ তিওয়ারি লেখেন, 'তুমি বরাবরই আমাদের অনুপ্রেরণা। লাভ ইউ দাদা। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা।' নিজের সঙ্গে দাদার দুটো ছবি দিয়ে পোস্ট করেন মনোজ। ভারতীয় ক্রিকেটের উন্নয়নে তাঁর অবদান উল্লেখ করে সৌরভকে শুভেচ্ছা জানান মুনাফ প্যাটেল। লেখেন, 'ভারতীয় ক্রিকেট আজ যেখানে পৌঁছেছে, তার পেছনে বড় অবদান সৌরভের। শুভ জন্মদিন কিংবদন্তি। তোমার সুস্থ জীবন কামনা করি।' আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম অধিনায়ক ছিলেন সৌরভ। তাঁর জন্মদিনে শুভেচ্ছাবার্তা জানিয়ে পোস্ট করে আইপিএলে ফ্র্যাঞ্চাইজি। নিজেদের এক্স হ্যান্ডেলে কেকেআর তাঁদের প্রাক্তন অধিনায়কের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'মহারাজা। দাদা। প্রিন্স অফ কলকাতা। শুভ জন্মদিন সৌরভ গাঙ্গুলি।' বোর্ডের প্রাক্তন সভাপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও।