আজকাল ওয়েবডেস্ক: তিনদিন আগেই সোশ্যাল মিডিয়ায় বিয়ে ভাঙার কথা ঘোষণা করেন স্মৃতি মান্ধানা। তার পরের দিন নেমে পড়েন বাইশ গজে। আবার শুরু করেন প্র্যাকটিস। এবার প্রথমবার প্রকাশ্যে এলেন মেয়েদের ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক। যা করতে সবচেয়ে ভালবাসেন, তাতেই ফিরলেন। ২১ ডিসেম্বর থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে ভারতের মেয়েরা। সেখানে সহ অধিনায়ক ঘোষণা করা হয় স্মৃতিকে। বিশ্বকাপ জেতার পর এটাই ভারতের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। মঙ্গলবার হরমনপ্রীত কৌরের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেন তারকা ক্রিকেটার। সেখানে নিজের ভাবনা তুলে ধরেন। স্মৃতি বলেন, 'যেমন হরমান বলল, আমার মনে হয় না ক্রিকেটের থেকে বেশি আমি জীবনে অন্য কিছু ভালবাসি। ভারতকে প্রতিনিধিত্ব করার জন্য ব্যাট হাতে যখন মাঠে নামি, আমার মনে আর অন্য কোনও ভাবনা থাকে না। দেশের জার্সি গায়ে চাপানো মাত্র একটাই ভাবনা মাথায় ঘোরে, ভারতকে ম্যাচ জেতানো।' 

পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভাঙার পর মাঠে নামলেও কোনও অনুষ্ঠানে যোগ দেননি মান্ধানা। এই প্রথমবার কোনও অনুষ্ঠানের অঙ্গ হন। তবে ব্যক্তিগত জীবন নয়, শুধুমাত্র ক্রিকেট নিয়ে কথা বলেন। সবচেয়ে ভালবাসার জিনিসের মাধ্যমে হয়তো ব্যক্তিগত জীবনের ক্ষত ঢাকতে চাইছেন তারকা ক্রিকেটার। বুঝিয়ে দেন, তাঁর ফোকাস শুধুমাত্র ক্রিকেটে। স্মৃতি বলেন, 'ভারত লেখা জার্সি পরাই সবচেয়ে বড় মোটিভেশন। আমি সবসময় সবাইকে বলি, একবার ভারত লেখা জার্সি গায়ে চাপিয়ে নিলে, নিজেদের যাবতীয় সমস্যা ভুলে মাঠে ফোকাস করতে। কারণ নিজের একটা দায়িত্ববোধ থাকা দরকার। দুই বিলিয়ন মানুষের মধ্যে তুমি দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছ। এই ভাবনাই ফোকাস করার জন্য যথেষ্ট।' সম্প্রতি তাঁর ওপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। কিন্তু সবকিছু পেছনে ফেলে আবার ক্রিকেটে ফোকাস ফেরান স্মৃতি। 

আলোচনায় খোলামেলা মেজাজে পাওয়া যায় তারকা ক্রিকেটারকে। দলের মধ্যে মতবিরোধ নিয়েও মন্তব্য করতে দ্বিধা করেননি। জানান, সবার লক্ষ্য ভারতকে জেতানো। তাই ছোটখাট সমস্যা উপেক্ষা করেন। স্মৃতি বলেন, 'আমি এইসব নিয়ে খুব একটা ভাবি না। কারণ সবার লক্ষ্য দেশের হয়ে ম্যাচ জেতা। সবার নিজস্ব মতামত আছে। তবে আলোচনা, মতবিরোধ না থাকলে, মাঠে নেমে জেতা সহজ হয় না। তাহলে মনে হবে আমাদের মধ্যে জয়ের সেই স্পৃহা নেই। তাই আলোচনা, মত পার্থক্য খেলার অঙ্গ।' ২৩ নভেম্বর পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল স্মৃতির। সেদিনই তারকা ক্রিকেটারের বাবা অসুস্থ হওয়ায় বিয়ে স্থগিত করা হয়। পরবর্তী দিনক্ষণ জানানো হয়নি। জানা যায়, বিয়ের আগের রাতে এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা যায় মান্ধানার হবু বরকে। ৭ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় স্মৃতি এবং পলাশ বিয়ে ভাঙার ঘোষণা করেন।