আজকাল ওয়েবডেস্ক: বাবার অসুস্থতার জন্য বিয়ে পিছিয়ে যাওয়ার পর সামাজিক কোনও অনুষ্ঠানে দেখা যায়নি স্মৃতি মান্ধানাকে।‌ এমনকী সোশ্যাল মিডিয়ায়ও কোনও পোস্ট করেননি। তবে দিন তিনেক আগে মুম্বই বিমানবন্দরে দেখা যায় পলাশ মুচ্ছলকে। মা-বাবার সঙ্গে ছিলেন। বিমানবন্দর থেকে বাইরে বেরোতে দেখা যায় তাঁদের। ২৩ নভেম্বর বিয়ের দিনই বিয়ে পিছিয়ে যায়। তার ১৪ দিন পর শুক্রবার সোশ্যাল মিডিয়ায় প্রথমবার পোস্ট করেন স্মৃতি। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন মেয়েদের জাতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক। একটি টুথপেস্ট ব্র্যান্ডের বিজ্ঞাপন। তাতে বিশ্বকাপ জয় নিয়ে বিভিন্ন অভিজ্ঞতা ভাগ করে নিতে দেখা যায় স্মৃতিকে। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল, তাঁর আঙুলে বাগদানের আংটি নেই। যা ফ্যানদের নজরে আসে। অবশ্য এই বিজ্ঞাপন তাঁর এনগেজমেন্টের আগে না পরে শুট করা হয়েছে সেটা জানা নেই। তবে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে। 

অনেকেই মনে করছেন, এই বিজ্ঞাপন তারকা ক্রিকেটারের বাগদানের আগে শুট করা হয়েছে। আবার অনেকেই মনে করছেন, এটা সম্প্রতি তোলা হয়েছে। স্মৃতির আঙুলে আংটি না দেখে ক্রিকেটপ্রেমীদের একাংশ খুশি। ভিডিও দেখে তাঁদের ধারণা, মনের কোণে দুঃখ চেপে রেখে হাসছেন স্মৃতি। বিয়ে পিছিয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়া থেকে যাবতীয় ছবি এবং ভিডিও মুছে দেওয়ায় বিতর্কের সূত্রপাত। তারপর তারকা ক্রিকেটারের হবু বর পলাশের একাধিক কেচ্ছা প্রকাশ্যে আসে। তবে কোনওটাই প্রমাণিত নয়। এই বিষয়ে দুই পরিবারের কেউই মন্তব্য করেনি। সম্প্রতি বিয়ের একটি নতুন তারিখ সামনে এসেছে। 

সোশ্যাল মিডিয়ায় একাধিক রিপোর্ট অনুযায়ী, ৭ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়বেন স্মৃতি এবং পলাশ। যদিও এই খবরের কোনও সত্যতা যাচাই করা যায়নি। এই প্রসঙ্গে মুখ খোলেনি কোনও পরিবার। স্মৃতির ভাই এই খবর অস্বীকার করে। শ্রাবণ বলেন, 'আমার এই নিয়ে কোনও ধারণা নেই। এখনও পর্যন্ত বিয়ে পিছিয়ে গিয়েছে।' যদিও পলাশের মা অমিতা মনে করছেন, শীঘ্রই বিয়ের অনুষ্ঠান হবে। দাবি করেন, বিয়ে পিছিয়ে যাওয়ায় দু'জনেই দুঃখিত। স্মৃতিকে স্বাগত জানানোর বিশেষ পরিকল্পনাও করে ফেলেছিলেন। কিন্তু তারকা ক্রিকেটারের বাবার অসুস্থতাকে অগ্রাধিকার দেওয়া হয়। পলাশের মা দাবি করেন, রীতি মেনে শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন স্মৃতি-পলাশ। তারকা জুটির বিয়ে সামলানোর দায়িত্ব যে সংস্থার ওপর, আগের দিন রাতে তাঁদের একটি ইঙ্গিতপূর্ণ পোস্টে আবার দু'জনের কাছাকাছি আসার আভাস মিলছে।