আজকাল ওয়েবডেস্ক: প্রায় ৪৮ ঘণ্টার উদ্বেগের পর অবশেষে স্বস্তি ফিরল স্মৃতি মান্ধানার পরিবারে। হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তারকা ক্রিকেটারের বাবা শ্রীনিবাস মান্ধানা। রবিবার স্মৃতি-পলাশের বিয়ের ঠিক আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। যার ফলে বিয়ে পিছিয়ে দেওয়া হয়। তবে বর্তমানে বিপদমুক্ত স্মৃতির বাবা। দু'দিন হাসপাতালে কাটানোর পর ছুটি পান তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানার অবস্থা স্থিতিশীল। আর কোনও বিপদের সম্ভাবনা নেই। অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছিল। কোনও ব্লকেজ পাওয়া যায়নি। হাসপাতালের এই বিবৃতিতে স্বস্তি ফিরেছে মান্ধানা পরিবারে।
কিন্তু বিয়ে নিয়ে এখনও কোনও আপডেট নেই দুই পরিবারের পক্ষ থেকে। নতুন করে কোনও দিনক্ষণও জানানো হয়নি। তাতেই জলঘোলা শুরু হয়েছে। তারমধ্যে শোনা যাচ্ছে, বিয়ের আগের দিন রাতে স্মৃতির এক কোরিওগ্রাফার বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় হবু বর পলাশকে। যার প্রতিবাদ জানায় স্মৃতির বাবা। এই ঘটনার জেরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে সবটাই চর্চা। ঘটনার সত্যতা এখনও জানা যায়নি। দুই পরিবারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, পলাশ এবং মেরি ডি কোস্টা নামক মহিলাকে নাকি বিয়ের আগের রাতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছে। তারপরই গত ২৪ ঘন্টায় ভাইরাল পলাশের সঙ্গে সেই তরুণীর বিতর্কিত চ্যাট। যার স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে। সেই চ্যাটে মেরিকে এক অভিজাত হোটেলে সাঁতার কাটার প্রস্তাব দেন পলাশ। সেই কথোপকথনে পলাশ আরও জানান, দূরত্বের জন্য স্মৃতির সঙ্গে তাঁর সম্পর্ক আগের মতো নেই। জানান, একসময় তিনি স্মৃতির বিভিন্ন ক্রিকেট সফরে যেতেন। কিন্তু ব্যস্ততার জন্য এখন আর সেটা সম্ভব হয় না।
এইসবের মাঝে অদ্ভুত দাবি করে বসেন পলাশের মা। জানান, স্মৃতির বাবার সঙ্গে পলাশের সম্পর্ক অত্যন্ত ভাল। তাঁর হৃদরোগের খবর পাওয়ার পর পলাশই নাকি আগে বিয়ে পিছিয়ে দেওয়ায় প্রস্তাব দেয়। অমিতা বলেন, 'পলাশের সঙ্গে স্মৃতির বাবার সম্পর্ক খুব ভাল। স্মৃতির থেকেও ওরা দু'জন বেশি ঘনিষ্ঠ। ওনার অসুস্থতার পর পলাশই প্রথমে বিয়ে পিছিয়ে দেওয়ায় সিদ্ধান্ত নেয়।' স্মৃতির বাবার হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর পেয়ে নাকি কান্নাকাটিও করেন পলাশ। পলাশের মা বলেন, 'গায়ে হলুদের পর আমরা ওকে বাইরে যেতে দিইনি। কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ে। চার ঘণ্টা হাসপাতালে ছিল। চারটে ড্রিপ দিতে হয়েছে। ইসিজি এবং অন্যান্য টেস্ট হয়েছে। সবকিছু ঠিকঠাক আছে। তবে চিন্তা থেকে হয়েছে।' তবে প্রশ্ন হল, যদি তিনি শ্রীনিবাস মান্ধানার এতটাই ঘনিষ্ঠ হতেন, তাহলে এই কঠিন সময় হবু বউয়ের পাশে না থেকে কেন সপরিবারে মুম্বই ফিরে গেলেন? গোটা বিষয়টিকে কেন্দ্র করে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
