আজকাল ওয়েবডেস্ক: গত কয়েক সপ্তাহ ধরে ব্যক্তিগত জীবনকে ঘিরে নানা জল্পনা-কল্পনা চলছিল। এই পরিস্থিতিতে নিজের অবস্থান পরিষ্কার করতেই অবশেষে মুখ খুললেন স্মৃতি মান্ধানা।

ইনস্টাগ্রামে একটি পোস্ট করে সেই বিবৃতিতে স্মৃতি জানিয়েছেন, তিনি অত্যন্ত ব্যক্তিগত জীবনযাপন করতে পছন্দ করেন, তবে এই মুহূর্তে একটা বিষয় স্পষ্ট করে জানানো জরুরি। বিয়ে আপাতত বাতিল করা হয়েছে।

ওই বিবৃতিতে তিনি আরও বলেন, তিনি চান এখানেই বিষয়টির ইতি টানা হোক এবং সবাইকেও একই অনুরোধ করেন তিনি।

আমজনতার প্রতি তাঁর অনুরোধ, দুই পরিবারের গোপনীয়তাকে সম্মান জানিয়ে এই সময়টিতে তাদের নিয়ে যেন কোনওরকম আলোচনা না করা হয় বা গুজব না ছড়ানো হয়।

পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার অনুরোধ করেন তিনি। স্মৃতি জানান, তিনি বিশ্বাস করেন, প্রত্যেকের জীবনে এক বিশেষ উদ্দেশ্য কাজ করে।

তাঁর ক্ষেত্রে সেটা সবসময়ই দেশের জার্সি গায়ে মাঠে নামা। ভারতের হয়ে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করা এবং যতদিন সম্ভব দেশের জন্য খেলতে ও শিরোপা জিততে চান বলেও জানান তিনি।

এটাই ভবিষ্যতেও তাঁর একমাত্র লক্ষ্য থাকবে। ভক্তদের সমর্থনের প্রতি ধন্যবাদ জানিয়ে সকলের উদ্দেশ্যে স্মৃতি সবার শেষে জানান, ‘এখন এগিয়ে যাওয়ার সময়।’

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর চার হাত এক হওয়ার কথা ছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্ধানা ও সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের। কিন্তু আচমকাই তাঁদের বিয়ে স্থগিত হয়ে যায়।

এরপরই শুরু হয় নানা জল্পনা-কল্পনা। কেন এত বড় অনুষ্ঠান শেষ মুহূর্তে পিছিয়ে দেওয়া হল, বেশ কয়েকদিন ধরে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদমাধ্যম, সর্বত্র।

সম্প্রতি, এই প্রসঙ্গে মুখ খুললেন পলাশের বোন পলক মুচ্ছল। প্রাথমিকভাবে দুই তারকার বিয়ে পিছিয়ে দেওয়া নিয়ে পরিবারের তরফে স্মৃতির বাবার অসুস্থতার কথা জানানো হয়।

বিয়ের ঠিক আগেই শ্রীনিবাস মান্ধানা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। পরিবারের সকলে তখনই বুঝতে পারেন যে এই অবস্থায় বিয়ে করা সম্ভব নয়।

এরই মধ্যে আরেক ধাক্কা আসে, পরের দিন অসুস্থ হয়ে পড়েন পলাশ নিজেও। তাঁকেও হাসপাতালে পর্যবেক্ষণে রাখতে হয়। ফলে দুই পরিবারই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং দু’পক্ষের সম্মতিতে বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়।

এদিকে বিয়ে ভাঙা নিয়ে নানান গুজব ছড়িয়ে পড়তে থাকে। কেউ বলছিলেন সম্পর্ক ভেঙে গেছে, কেউ দাবি করছিলেন, বিয়ে বাতিল হয়েছে।

আর এই নিয়েই 'ভুল খবর' বা 'নেতিবাচক মন্তব্য' ছড়ানো বন্ধ করার অনুরোধ জানান পলক। তিনি বলেন, “দুই পরিবারই খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দয়া করে গুজব ছড়াবেন না। আমরা নিজেদের মতো করে সময় নিচ্ছি, সবকিছু ভাল হলে অফিসিয়াল ঘোষণা দেওয়া হবে।”

পলক আরও জানান, ভাই পালাশকে হাসপাতালে দেখে আসার পর সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ভাইরাল হয়েছে, সেটিকে কেন্দ্র করে অকারণে অসত্য গল্প বানানো হচ্ছে।

“মানুষের অসুস্থতা নিয়ে গল্প বানানোটা খুবই সংবেদনহীন" বলেছেন তিনি। এই সময় গোপনীয়তা রক্ষা ও ইতিবাচক থাকার ওপর জোর দেন গায়িকা।

তাঁর কথায়, “এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ইতিবাচকতা। আমরা চাই না কেউ অনুমান বা গুজবের মাধ্যমে পরিবারের ওপর বাড়তি চাপ তৈরি করুক। দুই পরিবারই সুস্থ হয়ে উঠলে নতুন তারিখ ঠিক করা হবে।”

তবে এবার স্মৃতির পোস্টে স্পষ্ট হয়ে গেল তাঁদের বিয়ে বাতিল করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন পলাশ মুচ্ছলও। তিনি জানিয়েছেন, কোনও গুজব যেন না ছড়ানো হয়। জীবনে 'মুভ অন' করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।