আজকাল ওয়েবডেস্ক: দুর্দান্ত ক্যাচ ধরে শিরোনামে ভারতের স্মৃতি মান্ধানা। মহিলাদের বিগ ব্যাশ লিগে মুখোমুখি হয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্স ও পারথ স্কর্চার্স। সেই ম্যাচেই অ্যাডিলেডের স্মৃতি লিসনের ক্যাচটা ধরেন মান্ধানা। লিসন সময়ের গন্ডগোল করে ফেলেন।
স্মৃতি মান্ধানাও বল তাড়া করে ক্যাচটা ধরেন। বলের দিক থেকে একমুহূর্তের জন্যও চোখ সরাননি। তার পরে শরীর ছুড়ে দিয়ে ক্যাচ ধরেন। শুধু একটি নয়, মান্ধানা আরও দুটি ক্যাচ ধরেন।
ফিল্ডিংয়ের পাশাপাশি স্মৃতি মান্ধানা ব্যাট হাতেও দুর্দান্ত খেলেন। অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ওপেন করতে নেমে মান্ধানা ২৯ বলে ৪১ রান করেন। তার পর ফিল্ডিংয়ের জন্য ওরকম দুরন্ত ক্যাচ। মান্ধানার ক্যাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে লেখা হয়েছে, ''স্মৃতি দ্যাট ইজ আউটস্ট্যান্ডিং।''
অ্যাডিলেড স্ট্রাইকার্স ম্যাচটি ৩০ রানে জিতে নেয়। প্রথমে ব্যাট করে অ্যাডিলেড স্ট্রাইকার্স ২০ ওভারে ৬ উইকেটে ১৬৯ রান করে। মান্ধানা (৪১) ও ম্যাক (৪১) ছাড়াও লরা উলভার্ডট সর্বোচ্চ ৪৮ রান করেন।
Smriti that is OUTSTANDING! ????????#WBBL10 pic.twitter.com/pxct8HJUTu
— Weber Women's Big Bash League (@WBBL)Tweet by @WBBL
রান তাড়া করতে নেমে পারথ স্কর্চার্স ৮ উইকেটে ১৩৯ রানে শেষ হয়ে যায়।
