আজকাল ওয়েবডেস্ক: স্মৃতি মান্ধানার লেটেস্ট সোশ্যাল মিডিয়া পোস্ট ফের আলোড়ন ফেলেছে নেটদুনিয়ায়। ভারতীয় ওপেনার কয়েকদিন আগেই মিউজিক কম্পোজার পলাশ মুচ্ছলের সঙ্গে তাঁর বাগদান ভাঙার কথা নিশ্চিত করেছিলেন।

তার মধ্যেই ভাইরাল হয়ে ওঠে মান্ধানার নতুন ইনস্টাগ্রাম পোস্ট। যার ক্যাপশন ছিল ‘For me, calm isn’t silence, It’s control’. ঘণ্টাখানেকের মধ্যেই আট লক্ষেরও বেশি লাইক পেয়ে গিয়েছে এই পোস্টটি।

যদিও এটি এক জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডের প্রচারমূলক পোস্ট হলেও তা আবারও স্মৃতির জীবনের যাবতীয় জল্পনাকে উসকে দিয়েছে।

স্মৃতি এবং পলাশের বিয়ে স্থগিত হওয়ার পর গত ৭ ডিসেম্বর একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে প্রথমবার প্রকাশ্যে আসেন মান্ধানা। ব্যক্তিগত জীবনের এই কঠিন অধ্যায়ে গোপনীয়তা চেয়ে নেন।

কয়েক সপ্তাহ ধরে অনিশ্চয়তায় ঘেরা ছিল তাঁদের অত্যন্ত হাই-প্রোফাইল হিসেবে বিবেচিত বিয়ের প্রস্তুতি। কিছুদিন আগেই ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ভারতীয় মহিলা দলের বিশ্বকাপ জয় উদ্‌যাপনের সময় পলাশ মুচ্ছল স্মৃতি মান্ধানাকে চমকে দিয়ে বিয়ের প্রস্তাব দেন।

গত ২৩ নভেম্বর সাংলিতে বিয়ে হওয়ার কথা ছিল। এমনকী, হবু দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে চিঠি লেখেন মোদিও। কিন্তু বিয়ের দিন সকালে মান্ধানার বাবা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

তার পরেই মানসিক চাপে পড়ে মুচ্ছলকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের দুই সদস্যের এমন পরপর বিপর্যয়ে অনির্দিষ্টকালের জন্য বিয়ে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার কয়েকদিন পর স্মৃতি একটি পোস্টে জানিয়ে দেন তিনি আবার অনুশীলনে ফিরছেন। যদিও এটি ছিল নিঃশব্দেই ক্রিকেটে মন দেওয়ার ইঙ্গিত।

কিন্তু তাঁর সর্বশেষ পোস্ট, প্রচারমূলক হলেও, নেটিজেনদের মধ্যে ফের কৌতূহল জাগিয়েছে। অনেকে এই পোস্টের ক্যাপশনের আড়ালে ব্যক্তিগত বার্তা খুঁজতে শুরু করেছেন।

ইতিমধ্যেই অনলাইনে নানা জল্পনা ও ভিত্তিহীন গুজব ছড়িয়েছে, যার মধ্যে ছিল মুচ্ছলের বিরুদ্ধে একাধিক অভিযোগও। পলাশ মুচ্ছলের পরিবার সেই অভিযোগ সাফ অস্বীকার করে।

ভুয়ো ও জল্পনা ছড়ানোর নিন্দা করেছে। মুচ্ছল নিজেও আলাদা বিবৃতি দিয়ে জানান, তিনি স্মৃতির সঙ্গে সম্পর্ক থেকে সরে এসেছেন এবং তাঁর ও তাঁর পরিবারের নামে অপপ্রচার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

এই ঘটনার পর মান্ধানা এবং বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকা কয়েকজন ভারতীয় খেলোয়াড় তাঁদের সোশ্যাল মিডিয়া থেকে সংশ্লিষ্ট ছবি মুছে ফেলেন।

এই সময়েই স্মৃতির সতীর্থ জেমিমা রদ্রিগেজ চুপিচুপি তাঁর পাশে দাঁড়ান এবং তাঁকে সমর্থন জানাতে উইমেন্স বিগ ব্যাশ লিগ থেকে নাম প্রত্যাহার করে ভারতে ফিরে আসেন।

প্রাথমিক বিবৃতি দেওয়ার পর মান্ধানা বা মুচ্ছল কেউই আর নতুন কোনও মন্তব্য করেননি। তবে ভাইরাল হওয়া পোস্ট ইঙ্গিত দিচ্ছে জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ে নিজের ভারসাম্য ফিরে পেতে লড়াই চালিয়ে যাচ্ছেন ভারতীয় তারকা ব্যাটার।