আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় মহিলা ক্রিকেটের তারকা ব্যাটার ও বিশ্বকাপজয়ী স্মৃতি মান্ধানা এক মজার ও অভিনব উপায়ে ব্যক্তিগত জীবনের বড় খবর শেয়ার করলেন ভক্তদের কাছে।

সঙ্গীত পরিচালক পলাশ মুছলের সঙ্গে তাঁর বাগদান নিশ্চিত করলেন তিনি একটি খেলাচ্ছলে বানানো ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে।

সতীর্থদের নিয়ে সাজানো ছোট্ট নাচের ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। জেমিমা রদ্রিগেজ, শ্রেয়াঙ্কা পাটিল, রাধা যাদব এবং অরুন্ধতি রেড্ডি সবাইকে নিয়ে ২০০৬ সালের জনপ্রিয় সিনেমা লাগে রহো মুন্না ভাইয়ের গান ‘সমঝো হো হি গয়া’-তে সুন্দরভাবে কোরিওগ্রাফ করা নাচে অংশ নেন মান্ধানা।

রিলের শেষ মুহূর্তে ক্যামেরার দিকে হাত তুলে নিজের বাগদানের আংটি দেখিয়ে খবরটি নিশ্চিত করেন তিনি। এর আগেই গত অক্টোবর মাসে ইন্দোর স্টেট প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে পলাশ মুছল তাঁদের সম্পর্কে নতুন মোড়ের ইঙ্গিত দিয়েছিলেন।

সরাসরি কিছু না বললেও তিনি হেসে মন্তব্য করেন, ‘খুব শিগগিরই স্মৃতি ইন্দোরের পুত্রবধূ হয়ে যাবে।’ তার সেই মন্তব্যেই জোর গুঞ্জন ছড়ালেও কোনও আনুষ্ঠানিক ঘোষণা তখন আসেনি।

ব্যক্তিগত জীবনের এই খুশির মুহূর্তের সঙ্গে মাঠের সাফল্যও উজ্জ্বল রেখেছেন স্মৃতি। ভারতের ঐতিহাসিক আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ জয়ের অভিযানে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স উপহার দেন তিনি। নয় ইনিংসে ৫৪.২২ গড়ে ৪৩৪ রান করেন মান্ধানা, যার মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ জেতানো শতরানও রয়েছে।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে তিনি একটি আসরে ভারতীয় ব্যাটার হিসেবে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েন। ভেঙে দেন মিতালি রাজের ২০১৭ বিশ্বকাপের ৪০৯ রানের রেকর্ড।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভারতের জয়যাত্রায় সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালেও তাঁর ব্যাটে রান এসেছে।

ওপেনিং জুটিতে শেফালি ভার্মার সঙ্গে ঝোড়ো ব্যাটিংয়ে বড় রানের ভিত গড়ে দেন তিনি। মাত্র সাত ওভারেই ভারতের স্কোর ৫০ ছুঁয়ে ফেলেন তারা।

পুরো টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার লরা উলফার্ট ৪৭০ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় একদম ওপরে ছিলেন।

কিন্তু মান্ধানার ধারাবাহিকতা ও দাপুটে ব্যাটিংই বিশ্বকাপের অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে ওঠে। ভারতের তারকা ক্রিকেটার এবং সুরকার পলাশ মুছলের বিয়ের একটি কার্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

টিম ইন্ডিয়ার ভাইস-ক্যাপ্টেন স্মৃতি মান্ধানার নামে ছড়িয়ে পড়া সেই কার্ডে দাবি করা হয়েছে, খুব শীঘ্রই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই তারকা ক্রিকেটার ও পলাশ।

এরপর থেকেই গুঞ্জন বাড়তে থাকে। তারপর স্মৃতি বিশ্বকাপ জিতেছেন, দেশবাসীর থেকে প্রচুর প্রশংসা পেয়েছেন। বিশ্বকাপ ফাইনালে মাঠেও ছিলেন পলাশ।

টিম ইন্ডিয়া ম্যাচ জেতার পর মাঠে নেমে স্মৃতির সঙ্গে ছবি তুলেছেন। এমনকি, হাতে ট্যাটুও করিয়েছেন। তার কয়েকদিন পরেই বিয়ের কার্ডের ছবি ছড়িয়ে পড়তেই ভক্তরা অভিনন্দন জানাচ্ছেন এই জুটিকে।

স্মৃতির ফ্যানপেজ প্রথমে ওই কার্ডের ছবি পোস্ট করতেই শুরু হয় অভিনন্দন বার্তার জোয়ার। খেলোয়াড় থেকে অনুরাগী অনেকেই বিশ্বাস করতে শুরু করেন যে বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে।

তবে এখনও পর্যন্ত স্মৃতি বা পলাশ কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি। যদিও ঘনিষ্ঠ সূত্রের দাবি, মাস কয়েক ধরেই নাকি গোপনে প্রস্তুতি চলছে।

ঘরোয়া ক্রিকেটের মরশুম শেষ না হওয়া পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা না করারই নাকি সিদ্ধান্ত নিয়েছেন দুই তারকা। ১১৭টি ওডিআইতে ৫৩২২ রান করেছেন তিনি।

মিতালি রাজের পর ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক স্মৃতি। তবে বিয়ের কার্ডের এই গুঞ্জন সত্যি নাকি মিথ্যে তা নিয়ে রহস্য এখনও জিইয়ে রেখেছেন দুই তারকাই।