আজকাল ওয়েবডেস্ক: স্মৃতি মান্ধানা-পলাশ মুচ্ছলের বিয়ে নিয়ে নাটকের শেষ নেই। বাবার অসুস্থতার জন্য ২৩ নভেম্বর বিয়ে পিছিয়ে দেন তারকা ক্রিকেটার। সাংলির একটি হাসপাতালে ভর্তি করা হয় শ্রীনিবাস মান্ধানাকে। পরের দিন অসুস্থ হয়ে কয়েক ঘন্টার জন্য হাসপাতালে যেতে হয় পলাশকেও। পরে দু'জনই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যায়। কিন্তু তাঁদের বিয়ের পরবর্তী দিন এখনও ঘোষণা করা হয়নি। তারমধ্যে স্মৃতি বিয়ের যাবতীয় ছবি সরিয়ে ফেলায় বিতর্ক বাড়ে। যদিও তাঁর সঙ্গে পলাশের কয়েকটা ছবি এখনও ইনস্টাগ্রামে আছে। আবার একটি নতুন আপডেট প্রকাশ্যে এল।
মঙ্গলবার বিয়ের একটি নতুন তারিখ সামনে এসেছে। জানা গিয়েছে ৭ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বে তারকা যুগল। যদিও আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি। শুধুই রটনা। এই খবরকে ভুয়ো বলে উড়িয়ে দেন স্মৃতির ভাই শ্রাবণ। তিনি বলেন, 'আমার এই নিয়ে কোনও ধারণা নেই। এখনও পর্যন্ত বিয়ে পিছিয়ে গিয়েছে।' যদিও পলাশের মা অমিতা মনে করছেন, শীঘ্রই বিয়ের অনুষ্ঠান হবে। দাবি করেন, বিয়ে পিছিয়ে যাওয়ায় দু'জনেই দুঃখিত। স্মৃতিকে স্বাগত জানানোর বিশেষ পরিকল্পনাও করে ফেলেছিলেন। বিয়ে ভেঙে যাওয়ার পর সোমবার প্রথমবার প্রকাশ্যে দেখা যায় পলাশকে। মা, বাবার সঙ্গে মুম্বই বিমানবন্দরে ছাড়তে দেখা যায়। চিত্র সাংবাদিকদের এড়িয়ে না চললেও কথা বলতে রাজি হননি পলাশ।
বন্ধু স্মৃতি মান্ধানার বিয়ে পিছিয়ে গিয়েছে। হাসপাতালে ভর্তি ছিল তাঁর বাবা। সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন ভারতীয় তারকা। এই সময়ে বন্ধুর পাশে থাকার সিদ্ধান্ত নেন জেমাইমা রডরিগেজ। ডব্লুবিবিএলের বাকি ম্যাচের জন্য ফিরছেন না তারকা ক্রিকেটার। বৃহস্পতিবার সেটা জানিয়ে দেয় ব্রিসবেন হিট। ফ্র্যাঞ্চাইজির থেকে ভারতে থেকে যাওয়ার অনুমতি নিয়েছিলেন। ১০ দিন আগে হোবার্ট হ্যারিকেনের বিরুদ্ধে ম্যাচের পর স্মৃতির বিয়েতে যোগ দিতে ভারতে আসেন জেমাইমা। কিন্তু মান্ধানার বাবা অসুস্থ হয়ে পড়ায় বিয়ে স্থগিত হয়ে যায়। বন্ধুর পরিবারের পাশে থাকতে আর টি-২০ টুর্নামেন্টে ফিরছেন না। জেমাইমার এই সিদ্ধান্তকে সম্মান জানায় ফ্র্যাঞ্চাইজি। তবে হতাশ সমর্থকরা। ফ্র্যাঞ্চাইজির সিইও টেরি ভেনসন জানান, আরও বেশি সময়ের জন্য জেমাইমাকে চেয়েছিলেন তাঁরা।
