আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ জয়ের পরেই জীবনে নয়া মোড়? বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন স্মৃতি মান্ধানা ও পলাশ মুছল? এমন খবরই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভারতের তারকা ক্রিকেটার এবং সুরকার পলাশ মুছলের বিয়ের একটি কার্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টিম ইন্ডিয়ার ভাইস-ক্যাপ্টেন স্মৃতি মান্ধানার নামে ছড়িয়ে পড়া সেই কার্ডে দাবি করা হয়েছে, খুব শীঘ্রই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই তারকা ক্রিকেটার ও পলাশ।
তবে অনেকেই মনে করছেন, কার্ডটি ভুয়ো ও ফটোশপ করা। গত অক্টোবরে ইন্দোরের প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে স্মৃতিকে নিয়ে পলাশ মুছল মন্তব্য করেছিলেন, ‘ও খুব তাড়াতাড়ি ইন্দোরের পুত্রবধূ হতে চলেছে… এটুকুই বলতে চাই।’
এরপর থেকেই গুঞ্জন বাড়তে থাকে। তারপর স্মৃতি বিশ্বকাপ জিতেছেন, দেশবাসীর থেকে প্রচুর প্রশংসা পেয়েছেন। বিশ্বকাপ ফাইনালে মাঠেও ছিলেন পলাশ। টিম ইন্ডিয়া ম্যাচ জেতার পর মাঠে নেমে স্মৃতির সঙ্গে ছবি তুলেছেন।
এমনকি, হাতে ট্যাটুও করিয়েছেন। তার কয়েকদিন পরেই বিয়ের কার্ডের ছবি ছড়িয়ে পড়তেই ভক্তরা অভিনন্দন জানাচ্ছেন এই জুটিকে। স্মৃতির ফ্যানপেজ প্রথমে ওই কার্ডের ছবি পোস্ট করতেই শুরু হয় অভিনন্দন বার্তার জোয়ার।
খেলোয়াড় থেকে অনুরাগী অনেকেই বিশ্বাস করতে শুরু করেন যে বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে। তবে এখনও পর্যন্ত স্মৃতি বা পলাশ কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি।
যদিও ঘনিষ্ঠ সূত্রের দাবি, মাস কয়েক ধরেই নাকি গোপনে প্রস্তুতি চলছে। ঘরোয়া ক্রিকেটের মরশুম শেষ না হওয়া পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা না করারই নাকি সিদ্ধান্ত নিয়েছেন দুই তারকা।
এর মাঝেই স্মৃতি মান্ধানা ভারতের মহিলা দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। দেশের প্রথম আইসিসি ওমেন্স ওডিআই বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রয়েছে তাঁর।
১১৭টি ওডিআইতে ৫৩২২ রান করেছেন তিনি। মিতালি রাজের পর ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক স্মৃতি। তবে বিয়ের কার্ডের এই গুঞ্জন সত্যি নাকি মিথ্যে তা নিয়ে রহস্য এখনও জিইয়ে রেখেছেন দুই তারকাই।
