আজকাল ওয়েবডেস্ক: সমস্যা আর সমস্যা। ভারতীয় ফুটবল আর সমস্যা এখন সমার্থক হয়ে গিয়েছে। আইএসএল ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এর মধ্যেই খবর প্রকাশিত হয়েছে পরের ১০ বছরেও অবনমন নেই আইএসএলে।
এবার খবর, কম করে ৬টি আইএসএল ক্লাব ডুরান্ড কাপে অংশ নিতে পারবে না। ক্লাবগুলোর প্রি সিজন প্রস্তুতি বিলম্বিত হওয়ার দরুণ ডুরান্ড কাপে অংশ নিতে পারবে না। একের পর এক সমস্যায় দীর্ণ ভারতীয় ফুটবল। সব সমস্যার সমাধান কীভাবে সম্ভব সেটাই দেখার।
আইএসএলে অংশ নেওয়া একাধিক ক্লাবের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়ে গিয়েছে এফএসডিএল কর্তাদের। ইন্ডিয়ান সুপার লিগের আয়োজক ক্লাবগুলোকে এফএসডিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, মাস্টার রাইটস এগ্রিমেন্টের ব্যাপারে পুরোদস্তুর সিদ্ধান্ত না হলে এবার আইএসএলের বলই গড়াবে না।
এবার যে খবর শোনা যাচ্ছে, তা হল, আগামী ১০ বছর আইএসএলে কোনও অবনমন থাকবে না। আবার আই লিগ চ্যাম্পিয়ন হলেই প্রমোশন নেই। এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ক্লাবগুলোকে।
২০১৪ সাল থেকে শুরু হয়েছে আইএসএল। অবনমন নেই আইএসএলে। এবার নতুন প্রস্তাব দেওয়া হয়েছে, পরের ১০ বছরেও আইএসএলে থাকবে না অবনমন।
এআইএফএফ ও এফএসডিএলের মধ্যে যে চুক্তি তা মাস্টার রাইটস এগ্রিমেন্ট নামে পরিচিত। এই চুক্তি বাবদ এফএসডিএলের কাছ থেকে প্রতি বছর ৫০ কোটি টাকা পায় এআইএফএফ। এই চুক্তি শেষ হয়ে যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরে।
