আজকাল ওয়েবডেস্ক:‌ গুয়াহাটি টেস্ট খেলতে পারবেন অধিনায়ক শুভমান গিল?‌ ইডেন টেস্টে ঘাড়ে চোট লেগেছিল। আর ব্যাট করতে পারেননি। হাসপাতাল পর্যন্ত ছুটতে হয়েছিল। তিনি গুয়াহাটি টেস্ট খেলতে পারবেন এমন কোনও নিশ্চয়তা নেই। ইডেনে হারের পর সিরিজে ০–১ পিছিয়ে ভারত। সিরিজ ড্র করতে হলে গুয়াহাটি টেস্ট জিততেই হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২২ নভেম্বর থেকে।


এই যখন পরিস্থিতি, তখন ভারতীয় ক্রিকেট বোর্ড (‌বিসিসিআই)‌ জানিয়ে দিয়েছে, গিলের দ্বিতীয় টেস্ট খেলার সম্ভাবনা রয়েছে। 


বুধবার দুপুর ১২.৩৫ মিনিটে শুভমানের স্বাস্থ্য নিয়ে বিবৃতি দিয়েছে বোর্ড। তারা জানিয়েছে, ইডেনে দ্বিতীয় দিনের খেলা শেষে শুভমানকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরের দিনই তিনি ছাড়া পান। যে চিকিৎসা তাঁকে দেওয়া হয়েছে তাতে ভালভাবেই সাড়া দিয়েছেন শুভমান। তাই ১৯ নভেম্বর দলের সঙ্গেই তিনি গুয়াহাটি যাবেন।


দ্বিতীয় টেস্টে শুভমানের খেলা নিয়ে বোর্ড জানিয়েছে, চিকিৎসকরা নিয়মিত শুভমানের ঘাড়ের চোটের খেয়াল রাখবেন। তার উপর ভিত্তি করেই ঠিক করা হবে তিনি দ্বিতীয় টেস্টে খেলবেন কি না। অর্থাৎ এখনও দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যাননি ভারত অধিনায়ক।


এটা ঘটনা, ইডেনে জঘন্যভাবে হেরেছে ভারত। ১২৪ রান তাড়া করতে গিয়ে মাত্র ৯৩ রানেই অলআউট হয়ে যায় ভারত। র‌্যাঙ্ক টার্নারে নিজেরাই কুপোকাত হয়েছে। এখন যা পরিস্থিতি তাতে গুয়াহাটি টেস্ট জিততেই হবে গিলদের। না হলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারতে হবে।