আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে টেস্ট সিরিজ হারলেও, এদিনের সিরিজে দুর্দান্ত কামব্যাক ভারতের। প্রথম একদিনের ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে তরুণ ব্রিগেড নয়, জয় ছিনিয়ে নেওয়ার জন্য ভরসা করতে হয়েছে সেই রো-কো জুটির ওপরই। শতরান করেন বিরাট কোহলি, অর্ধশতরান রোহিত শর্মার। দুই মহাতারকার বিরাট বিক্রমের পরের দিনই ভারতীয় দল সম্বন্ধে বড় আপডেট পাওয়া গেল। চোট সারিয়ে মাঠে ফেরার তোড়জোড় শুরু করে দিয়েছেন শুভমন গিল। ১ ডিসেম্বর থেকে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব শুরু করবেন ভারতের টেস্ট এবং একদিনের ক্রিকেটের অধিনায়ক। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার পূর্ব প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গিলের ১-২ ডিসেম্বরের মধ্যে বেঙ্গালুরুর সিওইতে রিহ্যাব শুরু করে দেওয়ার কথা। যা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরুর এক সপ্তাহ আগে। 

চন্ডিগড়ে পরিবারের সঙ্গে যোগ দেওয়ার আগে মুম্বইয়ে ফিজিওথেরাপি সেশন নেন গিল। সোমবার চন্ডিগড় থেকে বেঙ্গালুরুতে আসবেন। ভারত অধিনায়কের রিকভারি প্রক্রিয়া সঠিক দিকেই এগোচ্ছে। একাধিক বিমান যাত্রায় পরও কোনও সমস্যা হয়নি শুভমনের। মাঝের সময়টায় ক্রিকেট থেকে দূরে ছিলেন তরুণ তারকা। তবে বোর্ডের মেডিক্যাল দলের নজরদারিতে কয়েকদিনের মধ্যেই আবার ব্যাট হাতে তুলে নেবেন গিল। বোর্ডের এক কর্তা বলেন, 'এই মুহূর্তে কোনও সমস্যা নেই। ও একাধিক বিমান যাত্রা করেছে। কলকাতা থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে মুম্বই, মুম্বই থেকে চন্ডিগড়, এবার চন্ডিগড় থেকে বেঙ্গালুরু। তাতে ওর কোনও সমস্যা হয়নি। আমরা ওকে দ্রুত মাঠে ফেরানোর আপ্রাণ চেষ্টা করছি। তবে আমরা তাড়াহুড়ো করতে চাই না। ও নিজে যখন ১০০ শতাংশ ফিট অনুভব করবে, ওকে দলে ফেরানো হবে। ও একজন গুরুত্বপূর্ণ অল ফরম্যাট প্লেয়ার। সবাই ওকে তৈরি দেখতে চায়।' 

ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে চলাকালীন ঘাড়ে চোট পান গিল। কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। গুয়াহাটি টেস্ট থেকে ছিটকে যান। তবে প্রথমে দলের সঙ্গে গুয়াহাটিতে গিয়েছিলেন শুভমন। কিন্তু অল্প সময়ের মধ্যে ম্যাচ ফিট হতে পারেননি। মুম্বইয়ে ফিরে শিরদাঁড়া বিশেষজ্ঞের পরামর্শ নেন। রিহ্যাব বা ট্রেনিং শুরু করার আগে তাঁকে আরও বিশ্রাম নিতে বলা হয়। ৯ ডিসেম্বর থেকে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু। টেস্ট এবং একদিনের সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর সংক্ষিপ্ত ফরম্যাটের টুর্নামেন্টে ফিরতে মরিয়া তারকা ক্রিকেটার।