আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় টেস্টে অনিশ্চিত ছিলেন। তাঁকে না পাওয়ার সম্ভাবনাই বেশি ছিল। কিন্তু দলের সঙ্গে গুয়াহাটিতে গিয়েছিলেন শুভমন গিল। তাঁর খেলার যত না সম্ভাবনা ছিল, তার থেকেও বেশি কঠিন পরিস্থিতিতে দলের সঙ্গে থাকতে চেয়েছিলেন। শুক্রবার থেকে বর্শাপাড়া স্টেডিয়ামে শুরু দ্বিতীয় টেস্ট। তার আগের দিনই ভারত অধিনায়ককে নিয়ে বড় আপডেট পাওয়া গেল। গুয়াহাটি টেস্টে নেই তিনি। চিকিৎসার জন্য বাড়ি ফিরে যাচ্ছেন গিল। আচমকাই সিদ্ধান্ত বদল। আগের দিন অনুশীলনে গলায় কলার ছাড়া দেখা গিয়েছিল তাঁকে। যা ফ্যানদের আশা জাগায়। কিন্তু মেডিক্যাল পরীক্ষায় পাশ করতে পারেননি। বোর্ডের মেডিকেল ইউনিট গিলকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেয়। যার ফলে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শুভমন।
গিলের অনুপস্থিতিতে ঋষভ পন্থকে অধিনায়ক ঘোষণা করা হয়। তবে ব্যাটিং বিভাগে শুভমনের পরিবর্তের নাম এখনও ঘোষণা করেনি বোর্ড। এই জায়গার জন্য সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল এবং নীতিশ কুমার রেড্ডি লড়াইয়ে আছে। তবে এগিয়ে সুদর্শন। গুয়াহাটি টেস্টে যে গিলকে পাওয়া যাবে না, সেটা একপ্রকার নিশ্চিত ছিল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, একদিনের সিরিজে কি পাওয়া যাবে ভারত অধিনায়ককে? তাঁকে বাড়ি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রশ্ন তুলছে। ৩০ নভেম্বর শুরু হবে একদিনের সিরিজ। তার আগে সম্পূর্ণ ফিট হওয়ার জন্য মাত্র এক সপ্তাহ পাবেন গিল। যার ফলে বর্তমান পরিস্থিতি অনুযায়ী, গিলকে না পাওয়া যাওয়ার সম্ভাবনাই বেশি।
একটি সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, চিকিৎসকরা তাঁকে ৫-৭ দিনের বিশ্রামের পরামর্শ দিয়েছে। যার ফলে প্রথম একদিনের ম্যাচের আগে তাঁর ফিট হওয়ার সম্ভাবনা কম। বিসিসিআইয়ের মেডিক্যাল দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। তবে নির্বাচকরা বিকল্প ব্যবস্থা ভাবতে শুরু করেছে। নেতৃত্বের পাশাপাশি ব্যাটার হিসেবেও গিলের পরিবর্তের কথা ভাবা হচ্ছে। ভারতের একদিনের ক্রিকেটের সহ অধিনায়ক শ্রেয়স আইয়ারও সম্পূর্ণ ফিট নয়। অর্থাৎ, তাঁকেও পাওয়া যাবে না। এই অবস্থায় গিলকে না পাওয়া গেলে অধিনায়ক নিয়ে সমস্যা পড়বে নির্বাচকরা।
দ্বিতীয় টেস্টে ব্যাটিং অর্ডারে আমূল পরিবর্তন হতে চলেছে। ভারতের হয়ে ইনিংস ওপেন করবেন যশস্বী জয়েসওয়াল এবং কেএল রাহুল। তিন নম্বরে নামতে পারেন সাই সুদর্শন। ঋষভ পন্থ চার নম্বরে নামবেন। প্রথম টেস্টে গিল মাঠ ছাড়ার পর টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেন পন্থ। গুয়াহাটিতেও সেই ভূমিকায় দেখা যাবে তারকা উইকেটকিপার ব্যাটারকে। যার ফলে আবার মিডল অর্ডারে ফেরানো হবে ওয়াশিংটনকে। দলে জায়গা ধরে রাখবেন রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। বাড়তি ব্যাটার হিসেবে গুয়াহাটি টেস্টেও থাকছেন ধ্রুব জুরেল।
