আজকাল ওয়েবডেস্ক:‌ পেটের সমস্যায় ছিলেন কাবু। সিকিমের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলতে পারেননি শুভমান গিল। তবে মঙ্গলবার গোয়ার বিরুদ্ধে তিনি খেলতে পারেন পাঞ্জাবের হয়ে। 


শুভমান গত শনিবার সিকিমের বিরুদ্ধে খেলবেন বলে ঠিক ছিল। পেটের সমস্যার কারণে খেলতে পারেননি। মঙ্গলবার গোয়ার বিরুদ্ধে তাঁকে খেলতে দেখা যাবে। জয়পুরের কেএল সাইনি স্টেডিয়ামে পাঞ্জাব বনাম গোয়ার ম্যাচ রয়েছে। 


সোমবার শুভমানকে দেখা গিয়েছে অনুশীলন করতে। ব্যাটিং অনুশীলনের পাশাপাশি সতীর্থদের সঙ্গে ফুট–ভলি খেলেছেন তিনি। ক্যাচ ধরতেও দেখা গিয়েছে। বেশ হাসিখুশি ছিলেন শুভমান। তাঁর অনুশীলন দেখে মনে হয়নি তিনি কোনও রকম অস্বস্তিতে আছেন। বেশ কিছু সমর্থক হাজির হয়েছিলেন শুভমানকে দেখতে। তাঁদের দিকে হাত নাড়ান তিনি। সতীর্থদের সঙ্গে হাসিঠাট্টাও করতে দেখা গিয়েছে। জয়পুরে যাওয়ার আগে মোহালিতে গুরকিরত সিং মনের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন শুভমান।


এটা ঘটনা টি–২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর বিজয় হাজারেতে শুভমানের রান পাওয়াটা জরুরি। ১১ জানুয়ারি থেকে কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ রয়েছে। টিম ইন্ডিয়ার নেতৃত্বে রয়েছেন গিলই। কিন্তু রান না পেলে অধিনায়কত্ব হারাতে হতে পারে। কারণ সহ অধিনায়ক হিসেবে দলে ফিরছেন শ্রেয়স আইয়ার। তাঁকেও অনেকেই চান ওয়ানডে দলের নেতা হিসেবে। 


এদিকে, বিজয় হাজারে ট্রফির প্রথম দুই ম্যাচ খেলেছিলেন বিরাট। দুরন্ত শতরানও করেছিলেন। ৬ জানুয়ারি দিল্লির হয়ে আরও একটি ম্যাচ খেলার কথা ছিল কোহলির। কিন্তু বিরাট জানিয়েছেন, তিনি সেই ম্যাচ খেলছেন না। 


এর আগে রোহিতও মুম্বইয়ের হয়ে দুটি ম্যাচ খেলার পর আর খেলেননি। সেই পথে হাঁটলেন বিরাটও। ৬ জানুয়ারি দিল্লির খেলা রয়েছে রেলওয়েজের বিরুদ্ধে। কিন্তু সেই ম্যাচ বিরাট খেলবেন না বলে জানিয়েছেন।
এটা ঘটনা, ভারতীয় ক্রিকেট বোর্ড (‌বিসিসিআই)‌ আগেই জানিয়েছিল, তারকা ক্রিকেটারদের অন্তত দুটি করে বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলতে হবে। আর বিরাট ও রোহিত সেটা করেছেন। মনে করা হচ্ছে, সেই কারণেই বাকি ম্যাচ থেকে দুই তারকা নিজেদের সরিয়ে নিলেন। সূত্রের খবর ছিল, বিরাট হয়ত আর একটি ম্যাচ খেলবেন। কিন্তু এখন জানা গেল তিনি আর বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলবেন না। 


প্রসঙ্গত, দুটি ম্যাচের মধ্যে একটিতে শতরান ও অন্যটিতে অর্ধশতরান করেছিলেন বিরাট। আর রোহিত একটি ম্যাচে শতরান করেন এবং অপর ম্যাচে রান পাননি।