আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপ অতীত। আবার লাল বলের ক্রিকেটে ফিরছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার থেকে শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট। দুই টেস্টের সিরিজে আহমেদাবাদে শুরু প্রথম টেস্ট। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আকাশ মেঘলা থাকবে। তাই একজন বাড়তি সিমার খেলানোর চেষ্টা করছে টিম ইন্ডিয়া। প্রথম একাদশ সম্বন্ধে খোলসা করেননি শুভমন গিল। তবে স্পষ্ট জানান, আবহাওয়া তাঁদের বাড়তি পেসার খেলানোর জন্য ভাবাচ্ছে। গিল বলেন, 'প্রথম একাদশ আপনারা কাল জানতে পারবেন। পরিবেশ এবং আবহাওয়া আমাদের একজন বাড়তি স্পিনার খেলানোর বিষয়ে ভাবাচ্ছে। পিচের আর্দ্রতা দেখে আমরা কাল চূড়ান্ত সিদ্ধান্ত নেব।' 

সদ্য এশিয়া কাপ জেতার পরই টেস্টে ফিরতে হচ্ছে। দুটো সম্পূর্ণ ভিন্ন ফরম্যাট। মাঝে মাত্র তিনদিনের বিরতি। এশিয়া কাপ জয়ী দলের প্লেয়ারদের মানিয়ে নিতে যে একটু সমস্যার হবে, সেটা মেনে নিলেন। তবে পাশাপাশি জানান, টেকনিকাল সমঝোতার থেকেও এটা মানসিকভাবে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ। গিল বলেন, 'এই টেস্টের আগে একটুও সময় নেই। খুবই অল্প সময়ের মধ্যে মানিয়ে নিতে হবে। আমি সেই জোনে ফেরার চেষ্টা করছি। ফরম্যাট বদলানো টেকনিক্যালের থেকেও মানসিকভাবে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জ।' 

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে কি পাওয়া যাবে যশপ্রীত বুমরাকে? ভারত অধিনায়ক জানান, ম্যাচ প্রতি সেই সিদ্ধান্ত নির্ভর করবে। নির্দিষ্ট টেস্টে কতটা বল করেছে এবং নিজেকে কতটা ফিট মনে করছে, তারওপর নির্ভর করছে। কোনওকিছুই এখনও নির্দিষ্ট হয়নি। গিল বলেন, 'বুমরা সম্বন্ধে সিদ্ধান্ত ম্যাচ প্রতি নেওয়া হবে। নির্দিষ্ট টেস্টে কতটা বল করেছে তার ওপর অনেক কিছু নির্ভর করবে। ও কেমন অনুভব করছে তারওপরও নির্ভর করবে। এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।' দূরের কথা ভাবতে চান না ভারত অধিনায়ক। নিজের ওয়ার্কলোড প্রসঙ্গে বলেন, সপ্তাহ প্রতি পরিস্থিতি দেখে এগোতে চান। জানান, শারীরিকের থেকে ব্যাটারদের জন্য মানসিক ক্লান্তি পার্থক্য গড়ে দেয়। পাশাপাশি জানান, আপাতত তিনি চাঙ্গা আছেন। গিল বলেন, 'একটানা ক্রিকেট খেলার বিষয়টা আমি ম্যাচ প্রতি ভাবতে চাই। দূরের কথা এখনই ভাবতে চাই না। বোলারদের তুলনায় ব্যাটারদের ক্ষেত্রে শারীরিকের থেকেও মানসিক ক্লান্তি বেশি। এখনও পর্যন্ত আমি চাঙ্গা আছি।' ওয়েস্ট ইন্ডিজের জন্য আগাম হুঙ্কার দিয়ে রাখলেন গিল। গিল বলেন, 'আমরা লড়াকু ক্রিকেট খেলতে চাই। ইংল্যান্ডে প্রত্যেক টেস্ট শেষদিন পর্যন্ত গড়িয়েছে। আমরা তেমনই ক্রিকেট খেলতে তৈরি। আমরা একবছর পরে ভারতে খেলব। সব সিরিজই গুরুত্বপূর্ণ। আমরা সিরিজে আধিপত্য বিস্তার করার চেষ্টা করব। যারাই ভারতে খেলতে আসে, তাঁরা এখানকার স্পিন এবং রিভার্স সুইং সম্বন্ধে অবগত। আমরা এমন উইকেট চাই যা ব্যাটার এবং বোলারদের সাহায্য করবে।' বৃহস্পতিবার থেকে শুরু হবে প্রথম টেস্ট।