আজকাল ওয়েবডেস্ক: শুভমন গিলের পূর্ণ সমর্থনে গ্যারি কার্স্টেন। ভারতের বিশ্বকাপজয়ী কোচ মনে করেন, গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেবেন তরুণ অধিনায়ক। গুজরাট টাইটান্সের মেন্টর ছিলেন প্রাক্তন প্রোটিয়া তারকা। গিলকে খুব কাছ থেকে দেখেছেন। তাঁর দাবি, একজন ভাল নেতা হওয়ার সমস্ত মাল মশলা রয়েছে শুভমনের মধ্যে। কার্স্টেন বলেন, 'আমার মতে, শুভমন একজন ভাল অধিনায়ক হবে। ও স্মার্ট ক্রিকেটার। মস্তিষ্ক উর্বর। খেলাটাকে বোঝে। ও খুবই প্রতিভাবান। একইসঙ্গে ভাল মানুষ। যা খুবই গুরুত্বপূর্ণ। নেতৃত্বের চাপ সবসময় থাকে। প্রতি পদক্ষেপে পরীক্ষার মুখে পড়তে হয়। কিভাবে নেতৃত্ব দিতে হয়, উন্নতি করতে হয়, এগিয়ে যেতে হয়, শিখতে হবে। তবে আমার বিশ্বাস, ওর মধ্যে একজন ভাল অধিনায়ক হওয়ার যোগ্যতা রয়েছে।'

গিলের একটি ভাল অভ্যাস তুলে ধরেন কার্স্টেন। নিজের কথা রাখেন। যা বলেন, করে দেখান। এই প্রসঙ্গে কার্স্টেন বলেন, 'শুভমন যা বলে, তাই করে। ওর এই দিকটা আমার খুব ভাল লাগে। ও খুবই সংগঠিত। নিখুঁত প্রস্তুতি নেয়। যা বাকি প্লেয়ারদের জন্য ভাল উদাহরণ। আমার মনে হয় আন্তর্জাতিক মঞ্চে ও ঝড় তুলে দেবে।' তবে গিলকে যে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, সেটাও মেনে নিলেন। জানান, ইংল্যান্ডে খেলার বিশেষ অভিজ্ঞতা নেই শুভমনের। তাই প্রথমদিকে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হতে পারে। তবে পাশাপাশি জানিয়ে দিলেন, ইংলিশ কন্ডিশনে সফল হওয়ার ক্ষমতা রয়েছে গিলের।