আজকাল ওয়েবডেস্ক: চতুর্থ টেস্টের আগে যাবতীয় ধোঁয়াশায় ইতি টানলেন শুভমন গিল। ম্যাঞ্চেস্টার টেস্ট থেকে আগেই ছিটকে গিয়েছিলেন নীতিশ কুমার এবং অর্শদীপ সিং। কুঁচকিতে চোট থাকলেও, চতুর্থ টেস্টের দলে রাখা হয়েছিল আকাশ দীপকে। কিন্তু টেস্ট শুরুর আগের দিন ভারত অধিনায়ক জানিয়ে দিলেন, বাংলার পেসারকে পাওয়া যাবে না। পাশাপাশি অংশুল কম্বোজের অভিষেক নিশ্চিত করেন। শুভমন গিল বলেন, 'আকাশ দীপকে পাওয়া যাবে না। অর্শদীপও তাই। তবে আমাদের দলে ভাল প্লেয়ার রয়েছে, যারা ২০ উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখে। সিরিজের মাঝে একাধিক বোলার পরিবর্তন হওয়া আদর্শ পরিস্থিতি নয়। কিন্তু আমি এটার জন্য প্রস্তুত ছিলাম। অংশুল কম্বোজ অভিষেকের খুব কাছাকাছি। প্রসিদ্ধ এবং অংশুলের মধ্যে কাকে খেলানো হবে সেটা কাল সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা কম্বোজের দক্ষতা জানি। আমরা বিশ্বাস করি, ও আমাদের ম্যাচ জেতাতে পারবে। চোট-আঘাত থাকলে সমস্যা হয়। নীতিশ নেই, আকাশও নেই। তবে আমাদের এমন প্লেয়ার আছে, যারা ২০ উইকেট নিতে পারবে।' 

গিলের কথা অনুযায়ী, বুধবার ম্যাঞ্চেস্টারে আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হতে চলেছে ২৪ বছরের উঠতি পেসারের। ঘরোয়া ক্রিকেটে ২৪টি ম্যাচ খেলেছেন। নিয়েছেন ৭৯ উইকেট। প্রথম শ্রেণীর ক্রিকেটে একটি অর্ধশতরানও রয়েছে। আগের ম্যাচে একাধিক রান দেন প্রসিদ্ধ কৃষ্ণ। সুতরাং,‌ কাম্বোজের অভিষেক সময়ের অপেক্ষা। করুণ নায়ারের ওপর আরও এক ম্যাচ ভরসা রাখা হতে পারে। শুভমনের কথায় তেমনই ইঙ্গিত পাওয়া গেল। জানান, নায়ারের ফর্মে ফেরার বিষয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। তিন টেস্টের পর তাঁর রান ১৩১। গড় ২২। করুণ প্রসঙ্গে গিল বলেন, 'আমাদের মনে হয় ও ভাল ব্যাট করছে। প্রথম ম্যাচে ও তিন নম্বরে খেলেনি। ওর ব্যাটিং নিয়ে কোনও সমস্যা নেই। একবার অর্ধশতরান পেয়ে গেলে ছন্দে চলে আসবে। আমরা ওর প্রত্যাবর্তনের বিষয়ে আশাবাদী।' 

উইকেটের পেছনে ঋষভ পন্থকে দেখা যাবে কিনা সেই নিয়েও সংশয় ছিল। লর্ডস টেস্টের প্রথমদিন আঙুলে গুরুতর চোট পান পন্থ। তারপর আর উইকেটকিপিং করতে পারেননি। কিন্তু ব্যাট করতে নামেন। চোট নিয়ে অর্ধশতরানও করেন। কিন্তু আঙুলে ফ্র্যাকচার হওয়ায় তাঁর চতুর্থ টেস্টে খেলা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। কিন্তু ভারতের নেতা সুখবর দিলেন। জানিয়ে দেন, উইকেটের পেছনে পন্থই থাকবে। গিল বলেন, 'ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে ঋষভ পন্থ উইকেটকিপিং করবে।' লর্ডসে মাত্র ৩৫ ওভার উইকেটকিপিং করেন পন্থ। চোট পাওয়ার পর বাকি সময়টা উইকেটের পেছনে দেখা যায় ধ্রুব জুরেলকে। কিন্তু ভরসা জোগাতে পারেননি। ২৫টি বাই দেন। ২২ রানে লর্ডস টেস্ট জেতে ইংল্যান্ড। তাই মরণ-বাঁচন‌ ম্যাচে কোনও ঝুঁকি নিতে চান না। মাঝে আটদিন সময় পাওয়ায় পন্থ অনেকটাই সেরে উঠেছেন। প্রসঙ্গত, রবি শাস্ত্রী জানিয়েছিলেন, ঋষভ পন্থ উইকেটকিপিং করতে না পারলে, শুধুমাত্র ব্যাট করার জন্য তাঁকে নেওয়া উচিত হবে না। যদিও ভারতের প্রাক্তন কোচের কথায় সায় ছিল না আকাশ চোপড়ার। তবে শুভমন গিল পন্থের খেলার বিষয়টি নিশ্চিত করায়, এই নিয়ে কোনও দ্বিমত রইল না।