আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপের দল থেকে শুভমন গিলের বাদ পড়া নিয়ে চর্চা চলছে। দল নির্বাচনের পর মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা চলছে। এক, গিলের বাদ পড়া প্রসঙ্গ। দুই, ফর্মে না থাকা সূর্যকুমার যাদবের সুযোগ পাওয়া। টি-২০ তে ফর্মের ধারেকাছে নেই গিল। একই অবস্থা স্কাইয়ের। কিন্তু নেতৃত্বের জন্য রেহাই পেয়েছেন। তবে বর্তমান ফর্মের বিচারে সূর্যের সুযোগ পাওয়ারই সম্ভাবনা নেই। শেষ ২২টি টি-২০তে কোনও অর্ধশতরান নেই তাঁর। গত এক বছর মাত্র দু'বার ২৫ রানের গণ্ডি পেরোন। ভারত অধিনায়কের পারফরম্যান্স নিয়ে কাঁটাছেড়া চলছে। তারই মধ্যে এক অদ্ভুত দাবি করে বসলেন বিশ্বকাপজয়ী। দুই মহাতারকার এই ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুললেন রবিন উথাপ্পা। তিনি মনে করেন, সূর্যের খারাপ ফর্মের জন্যই বাদ পড়তে হয়েছে গিলকে। 

উথাপ্পা বলেন, 'বিশ্বকাপের দলে অফফর্মে থাকা একজন প্লেয়ারকে রাখা যেতে পারে। তার বেশি বোঝা নেওয়া সম্ভব নয়। এটাই সমস্যা। আমার মনে হয় স্কাই রান পাচ্ছে না বলে গিলকে বাদ দেওয়া হয়েছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি, সূর্য ফর্মে নেই তেমন নয়, শুধু রান পাচ্ছে না। একটা ন্যূনতম পর্যায় ক্রিকেট না খেললে এটা বোঝা সম্ভব নয়। যেমন শুভমন গিল ফর্মে নেই।' গিল প্রসঙ্গে উথাপ্পা আরও বলেন, 'আমি বলছি না ওর বিশ্বকাপের দলে থাকা উচিত ছিল। বিশেষ করে ওর বর্তমান ফর্মের বিচারে। দেখে মনে হচ্ছে না রান পাওয়ার মতো জায়গায় আছে। ওর চোখ দেখে সেটা মনে হচ্ছে। ওর দিকে তাকালেই মনে হচ্ছে, অনেক দ্বিধা দ্বন্দ্ব আছে। ব্যাট করার সময়ও। ও কিছু ভাল ডেলিভারি পেয়েছে। লুঙ্গি গোটা সিরিজে ভাল বল করেছে। একাধিকবার শুভমনকে সমস্যায় ফেলে দিয়েছে।' 

গিলের সমর্থনে কথা বা বললেও প্রাক্তন তারকা জানিয়ে দেন, টি-২০ বিশ্বকাপের দল দেখে অবাক হয়ে যান তিনি। উথাপ্পা বলেন, 'আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি সবে বাড়ি ফিরে বাচ্চাদের সঙ্গে খেলছিলাম। বেশি রাতে ট্রাভেল করায় আমি ক্লান্ত ছিলাম। এক দফা ঘুমোনোর পর উঠে দল দেখেই ঘাবড়ে যাই। তবে আমি খুবই খুশি হই। আমার মনে হয়, শক্তিশালী দল করা হয়েছে। সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। আমার মনে হয়, প্রথমত আগে ওকে সহ-অধিনায়ক করা উচিত হয়নি। প্লেয়ার হিসেবে দলে রাখতে পারত। সেক্ষেত্রে অন্য কেউ সহ অধিনায়ক থাকত। বা সেটা না ঘোষণা করলেও চলত।' টি-২০ বিশ্বকাপে ভারতের ভাল পারফরম্যান্সের বিষয়ে আশাবাদী উথাপ্পা।