আজকাল ওয়েবডেস্ক: ইডেন টেস্টে ঘাড়ে ব্যথায় কাবু হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি। হাসপাতালে ভর্তি হন তিনি। 

গুয়াহাটিতেও নামতে পারেননি তিনি। সেই শুভমন গিলকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলে রাখা হয়েছে। টেস্ট সিরিজে ভারতকে পর্যুদস্ত করে দক্ষিণ আফ্রিকা। 

ওয়ানডে সিরিজে অবশ্য তু্ল্যমূল্য লড়াই চলছে। রাঁচিতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে জেতে ভারত। রায়পুরে সিরিজে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশাখাপত্তনমে চলছে ভারত ও দক্ষিণ আফ্রিকার ব্যাট ও বলের যুদ্ধ। 

ওয়ানডে সিরিজে খেলেননি শুভমন গিল। ৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে তাঁর ম্যাচ খেলা নির্ভর করছে সেন্টার অফ এক্সেলেন্সের ক্লিয়ারেন্স সার্টিফিকেটের উপরে। সেই সার্টিফিকেট এখন পেয়ে গিয়েছেন গিল। ফলে তাঁর খেলতে আর কোনও সমস্যা নেই। 

 মেডিক্যাল অফিসিয়ালের বক্তব্য অনুযায়ী, গিল রিহ্যাব সম্পূর্ণ করেছেন। প্রত্যাবর্তনের জন্য যতটা ফিটনেসের দরকার হয়, গিল সেই ফিটনেস লেভেলেও পৌঁছে গিয়েছেন। ফলে মাঠে নামতে তাঁর আর কোনও সমস্যা নেই। ৯ তারিখ বরাবাটি স্টেডিয়ামে গিলের সঙ্গে ওপেন করবেন অভিষেক শর্মা। 

চোট সারিয়ে টি–টোয়েন্টি দলে এলেন হার্দিক পাণ্ডিয়াও। এশিয়া কাপ ফাইনালের আগে তিনি চোট পেয়েছিলেন। ফাইনালে খেলতে পারেননি। সেই থেকে মাঠের বাইরে ছিলেন। তবে সুস্থ হয়ে সৈয়দ মুস্তাক আলি ঘরোয়া টি–টোয়েন্টি টুর্নামেন্টে তিনি ফিরেছেন। এবং প্রথম ম্যাচে ৭৭ রানের ইনিংস খেলেছেন। তাই তাঁকে ফেরাতেও দ্বিধা করেননি নির্বাচকরা। একদিনের সিরিজে বিশ্রাম নিয়ে টি–টোয়েন্টি সিরিজে ফিরেছেন বুমরাহও। বুমরাহের মতো চ্যাম্পিয়ন বোলারের উপস্থিতি ভারতের বোলিং বিভাগকে আরও শক্তিশালী করবে বলে দেওয়াই যায়।