আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন শুভমন গিল। টেস্ট এবং একদিনের ক্রিকেটের অধিনায়ককে বাদ দিয়ে ঈশান কিষাণ এবং রিঙ্কু সিংকে বেছে নিয়েছে অজিত আগরকর পরিচালিত নির্বাচক দল। যা ক্রিকেট পণ্ডিত থেকে ভক্তদের মধ্যে আলোড়ন ফেলে দেয়। একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ এই সিদ্ধান্ত মানতে পারেননি। এবার মাইকেল ক্লার্ককে পাশে পেলেন গিল। বড় দাবি করে বসলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। শুভমনকে শুধু টি-২০ দলে দেখতে চান না, তাঁকে অধিনায়ক হিসেবে দেখতে চান প্রাক্তন অজি তারকা। 

ক্লার্ক বলেন, 'আমার মনে হয়, ওর এখনও সুযোগ থাকতে পারে। তবে সেটা খুব বেশি কিছু বদলাবে না। আমার মনে হয়, একটা সময়ের মধ্যে দল ঘোষণা করতে হত। সেই সময় হয়ত ও ভাল ব্যাট করছিল না। ওপেনিং ব্যাটার হিসেবে ভারতের অনেক বিকল্প আছে। এই মুহূর্তে ও টি-২০ দলের অধিনায়ক নয়। সেই কারণেই হয়ত সিদ্ধান্ত নিতে সুবিধা হয়েছে। বিশ্বকাপের আগে ওরা কয়েকটা ওয়ার্ম আপ ম্যাচ খেলতে চেয়েছিল। গিলের ফর্ম নিয়ে প্রশ্ন ছিল। তাই বিশ্বকাপের কথা ভেবে ওরা এই সিদ্ধান্ত নিয়েছে।' 

গতবছর ভারতের টি-২০ দলে ফেরার পর তাঁকে সহ অধিনায়ক ঘোষণা করা হয়। অক্ষর প্যাটেলের পরিবর্তে ডেপুটি করা হয় তাঁকে। কিন্তু বোর্ডের নির্বাচক কমিটি ইউ টার্ন নিয়ে টি-২০ বিশ্বকাপের জন্য গিলকে অধিনায়ক ঘোষণা করে। ক্লার্ক মনে করেন, বিশ্বকাপের শেষে সূর্যকুমারের পরিবর্তে অধিনায়ক করা হতে পারে গিলকে। ক্লার্ক বলেন, 'বিশ্বকাপের পর শুভমন দলে ফেরার পাশাপাশি যদি অধিনায়ক হয়, অবাক হওয়ার কিছু থাকবে না। ও অবিশ্বাস্য প্লেয়ার। এই মুহূর্তে সেরা ছন্দে নেই। তবে আমার মনে হয় না ওকে সামনে রেখে এগোতে কোনও সমস্যা হবে। এই মুহূর্তে ভারতের ফোকাসে শুধুমাত্র টি-২০ বিশ্বকাপ। ওরা সেটা জিততে চায়।' প্রাক্তন অজি অধিনায়কের বাজি গিল। তরুণ ক্রিকেটারকে ভবিষ্যতের টি-২০ অধিনায়ক হিসেবে দেখছেন ক্লার্ক। 

নিউজিল্যান্ডের কাছে একদিনের সিরিজ হারের পর চরম সিদ্ধান্ত নেন শুভমন গিল। বিরতি নিচ্ছেন না ভারতের টেস্ট এবং একদিনের ক্রিকেটের অধিনায়ক। খেলবেন রঞ্জিতে। বৃহস্পতিবার থেকে রাজকোটে সৌরাষ্ট্রের বিরুদ্ধে নামবে পাঞ্জাব। সেই ম্যাচে খেলবেন গিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটে একদিনের ম্যাচ খেলেছেন শুভমন। আসন্ন টি-২০ বিশ্বকাপে নেই তিনি। তাই সাদা বলের সিরিজ শেষ হওয়া মাত্র লাল বলের ক্রিকেটে ফিরলেন। রঞ্জিতে পাঞ্জাবের আশা জিইয়ে রাখতে চান তিনি।