আজকাল ওয়েবডেস্ক: গুজরাট টাইটান্সের অধিনায়ক হলেন শুভমন গিল। হার্দিক পাণ্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সে যাওয়া নিশ্চিত হয়ে যাওয়ায় নতুন অধিনায়কের নাম ঘোষণা করল গুজরাট ফ্রাঞ্চাইজি। সোমবার দুপুরে নিজেদের টুইটার হ্যান্ডেলে এই ঘোষণা করা হয়। একটি বিবৃতিতে গুজরাট টাইটান্সের পক্ষ থেকে জানানো হয়, "গিল এমন একটা দলের দায়িত্ব নেবে যাদের অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেল রয়েছে।" হার্দিকের নেতৃত্বে অভিষেক আইপিএলেই চ্যাম্পিয়ন হয় গুজরাট। তাতে অনস্বীকার্য অবদান ছিল গিলের। তিনটে শতরান করেন। গতবছর ও দারুণ খেলেন। গুজরাটের অধিনায়কত্ব পেয়ে খুশি তরুণ ব্যাটার। শুভমন বলেন, "গুজরাট টাইটান্সের দায়িত্ব পেয়ে আমি উৎফুল্ল। আমার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ। দুটো দারুণ মরশুম গিয়েছে আমাদের। নিজেদের ব্র্যান্ড অফ ক্রিকেট খেলে আরও একটা উপভোগ্য মরশুম উপহার দিতে চাই।" প্রথম বছর চ্যাম্পিয়ন হওয়ার পর, গতবছর ধোনির চেন্নাইয়ের কাছে হেরে রানার্স হয় গুজরাট।
