আজকাল ওয়েবডেস্ক: ধসের মুখে দলের ত্রাতা হয়ে ধরা দিচ্ছেন শ্রেয়স আইয়ার। ২০২৩ বিশ্বকাপে ভারতীয় দলের মিডল অর্ডার সামলেছিলেন তিনি। কিন্তু তার পরেও শ্রেয়স আইয়ারকে টেস্ট দল থেকে বাদ পড়তে হয়েছে। বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন। যদিও নেতৃত্ব দিয়ে কেকেআর-কে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরোয়া সিরিজে দলে প্রত্যাবর্তন ঘটে শ্রেয়স আইয়ারের। প্রথম ম্যাচে তাঁর প্রথম একাদশে সুযোগ পাওয়ারই কথা ছিল না। সিনেমা দেখতে ব্যস্ত ছিলেন। রাতে অধিনায়ক ফোন করায় সিনেমা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন-তিনটি ম্যাচ খেলেছেন। রান করেছেন ১৫০। তার মধ্যে রয়েছে দুটো পঞ্চাশ। রবিবার কিউয়িদের বিরুদ্ধে দ্রুত তিনটি উইকেট হারানোর পরে শ্রেয়সই হাল ধরেন দলের। ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
যে সময়ে তিনি দল থেকে ছিটকে গিয়েছিলেন, সেই সময়টা তাঁকে অনেক কিছু শিখিয়েছে বলে জানান শ্রেয়স আইয়ার। তিনি বলেন, ''ব্যক্তি হিসেবে ওই সময়টা আমাকে অনেক কিছু শিখিয়েছে। দায়িত্ব কীভাবে নিতে হয়, তা উপলব্ধি করেছিলাম সেই সময়ে। আমি অনুভব করেছি, তুমি বনাম তুমি। এছাড়া দ্বিতীয় কেউ নেই। কঠিন সময়ে কেউ কাউকে সাহায্য করে না। একা একা লড়াই করতে হয়। তবে ঘনিষ্ঠ কিছু মানুষ থাকে, যারা কঠিন সময়ে পাশে থাকে। সেই সংখ্যাও খুবই কম। তবে এটা ঠিক আমি নিজেকে সমর্থন করে গিয়েছি এবং প্রতিটি পরিস্থিতিতে আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা করে গিয়েছি।''
এই দেড় বছর শ্রেয়স আইয়ারকে সাহায্য করেছে। সেই অভিজ্ঞতা থেকে লব্ধ শিক্ষা এখন কাজে লাগছে।
