আজকাল ওয়েবডেস্ক: আইপিএল ফাইনালে স্বপ্ন ভেঙেছে পাঞ্জাবের। স্বপ্ন ভেঙেছে শ্রেয়স আইয়ারের। এই আবহেই কপিল শর্মা শোয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 
সেই ভিডিওয় উপস্থিত ছিলেন শ্রেয়স আইয়ার ও রোহিত শর্মা। 

সেখানে শ্রেয়স আইযার ফাঁস করেছেন আইপিএলে সিনিয়র ক্রিকেটারদের আউট করলে পরে ব্যাপক গালমন্দ হজম করতে হয়। 

পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ারের কাছে কপিলের প্রশ্ন ছিল, আইপিএলে খেলার সময়ে সিনিয়র ক্রিকেটারদের ক্যাচ নেওয়ার পরে বা তাঁদের আউট করার পরে কীভাবে উদযাপন করেন? সিনিয়রকে আউট করে কি দ্বিধাদ্বন্দ্ব ভোগেন? 

হাসতে হাসতে শ্রেয়স বলেন, ''আমার খুব মজা হয়। আসলে গর্ববোধ হয়। ভারতীয় দলে এত গালি খেতে হয়, আর তার পরে যদি ওই সিনিয়রকেই আউট করি...।" 

শ্রেয়সকে থামিয়ে দিয়ে রোহিত হাসতে হাসতে বলেন, ''আমি জানি ও আমার কথাই বলছে।'' 

 

?ref_src=twsrc%5Etfw">June 2, 2025

পাঞ্জাব অধিনায়ক বলতে থাকেন, ''সিনিয়রদের আউট করার সুযোগ পেলে আমি ছাড়ি না। আমি তো দারুণ খুশি হই।'' 

কপিল শর্মা শোয়ে শ্রেয়স ও রোহিতের এই মুহূর্ত দারুণ উপভোগ করেন দর্শকরা।