আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করার পরেও তাঁকে রিটেন করেনি দল। জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলামে শ্রেয়স আইয়ারকে ২৬.৭৫ কোটি টাকার বিনিময়ে পাঞ্জাব কিংস কিনে নেয়। 

সেই শ্রেয়স আইয়ার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের মিডল অর্ডারের ভরসা ছিলেন। চ্যাম্পিয়ন হওয়ার পরে ভারত অধিনায়ক রোহিত শর্মা তাঁর প্রশংসা করেন। নাম দেন, সাইলেন্ট হিরো। 

নীরব নায়ক এই প্রশংসা শোনার পরে শ্রেয়স আইয়ার বলেন, এই ধরনের স্বীকৃতি পেয়ে ভাল লাগছে। তবে আমি মাঠে নেমে চেষ্টা করে গিয়েছি। সেই চেষ্টারই স্বীকৃতি পেয়েছি। অনেকসময়ে চেষ্টা নজর এড়িয়ে যায়। অনেক প্রত্যাখ্যান-ব্যর্থতার পরে আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। 

কেকেআর থেকে তাঁর সরে যাওয়া এখনও ভুলতে পারেননি  শ্রেয়স আইয়ার। আইপিএলের আগে তিনি বলছেন, ''আইপিএল জয়ই ছিল আসল উদ্দেশ্য এবং সেই জয় আমি পেয়েছি। আমি ব্যক্তিগত ভাবে মনে করি, আইপিএল খেতাব জয়ের পরও আমি স্বীকৃতি পাইনি।'' 

কেকেআর তাঁকে দলে রাখেনি। বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন। ঘরোয়া ক্রিকেটে রান করে ফিরে আসেন জাতীয় দলে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও শ্রেয়স আইয়ার ভাল পারফরম্যান্স তুলে ধরেন। দুবাইয়ে অন্য মেজাজে ধরা দেন তিনি। 

আসন্ন আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে শ্রেয়স কী করেন সেটাই দেখার।