আজকাল ওয়েবডেস্ক: রেকর্ড অঙ্কে পাঞ্জাব কিংসে‌ শ্রেয়স আইয়ার।‌ ২৬ কোটি ৭৫ লক্ষতে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল জয়ী অধিনায়ককে কিনল প্রীতি জিন্টার দল। কয়েক মিনিটের জন্য আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি প্লেয়ার ছিলেন শ্রেয়স।‌ ছাপিয়ে যান মিচেল স্টার্ককে। আগের বছর আইপিএলের নিলামে ২৪.৭৫ কোটিতে অস্ট্রেলিয়ান তারকাকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এদিন সেই অঙ্ক পেরিয়ে যায়। তবে ঠিক আগে বছরের পুনরাবৃত্তি। প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কের মধ্যে কেমন হয়েছিল, এদিন শ্রেয়স এবং ঋষভ পন্থের মধ্যে সমান লড়াই। শেষমেষ কেকেআরের প্রাক্তন অধিনায়ককে ছাপিয়ে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি প্লেয়ার ঋষভ পন্থ। ২৭ কোটিতে তাঁকে কেনে লখনউ সুপার জায়ান্টস।‌

শ্রেয়সকে‌ পাওয়ার জন্য ঝাঁপায় কেকেআর, পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটলস। কিন্তু নিলামে দর দশ কোটি ছাপিয়ে যাওয়ার পরই পিছিয়ে যায় কলকাতা। হাড্ডাহাড্ডি লড়াই চলে পাঞ্জাব এবং দিল্লির মধ্যে। দর ক্রমশ বাড়তে থাকে। শেষপর্যন্ত ২৬.৭৫ কোটির আকাশছোঁয়া অঙ্কে নাইটদের অধিনায়ককে নিল পাঞ্জাব। শেষ‌ মিনিট পর্যন্ত তাঁর প্রাক্তন দল দিল্লি লড়াইয়ে ছিল। মার্কি প্লেয়ারের প্রথম সেটেই যে ২৫ কোটি ছাপিয়ে যেতে পারে তার একটা আভাস পাওয়া গিয়েছিল। মেগা নিলামের আগের দিন সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে বিধ্বংসী ১৩০ রানের ইনিংস খেলে নিজের দর বাড়িয়ে নেন শ্রেয়স। ঘরোয়া টুর্নামেন্টেও দারুণ ছন্দে ছিলেন। তার ফল পেলেন। সবচেয়ে বেশি পার্স নিয়ে নিলামে অংশ নেয় পাঞ্জাব কিংস। অধিনায়কের খোঁজে ছিল তাঁরা। কিন্তু দলে রিকি পন্টিং থাকায় ভাবা হয়েছিল ঋষভ পন্থকে টার্গেট করা হবে। কিন্তু শ্রেয়সের জন্য অলআউট ঝাঁপাল পাঞ্জাব। প্রসঙ্গত, নিলামের আগে শ্রেয়সকে ছেড়ে দেয় কেকেআর।