আজকাল ওয়েবডেস্ক: বিরল নজির গড়লেন শ্রেয়স আইয়ার। অধিনায়ক হিসেবে একই বছরে জিতে নিলেন আইপিএল ট্রফির পর সৈয়দ মুস্তাক আলি টি২০ টুর্নামেন্ট। এই নজির ধোনি কিংবা রোহিতেরও নেই।
রবিবার মধ্যপ্রদেশকে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় মুম্বই। শ্রেয়স ছিলেন অধিনায়ক। এর আগে চলতি বছরেই অধিনায়ক হিসেবে কলকাতাকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন শ্রেয়স।
টুর্নামেন্টে ৩৪৫ রান করেছেন শ্রেয়স। গড় ৪৯.২৮। একটি শতরানও রয়েছে। টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান করেছেন তিনি। নয় ম্যাচে।
এটা ঘটনা আইপিএল জয়ী অধিনায়ককে এবার রাখেনি কলকাতা। নিলামে রেকর্ড ২৬.৭৫ কোটি টাকায় শ্রেয়সকে কিনেছে পাঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে তিনি দ্বিতীয় দামি ক্রিকেটার। শীর্ষে ঋষভ পন্থ। ২৭ কোটিতে তাঁকে কিনেছে লখনউ সুপার জায়ান্টস। শ্রেয়সই সম্ভবত এবার হবেন কিংসের অধিনায়ক।
এর আগে দিল্লির অধিনায়ক ছিলেন শ্রেয়স। ২০২০ সালে দিল্লি তাঁর নেতৃত্বে ফাইনাল খেলেছিল। ২০২৪ সালে কলকাতার অধিনায়ক হিসেবে আইপিএল জিতেছেন। এবার পাঞ্জাবের দায়িত্ব সম্ভবত পাবেন তিনি।
