আজকাল ওয়েবডেস্ক: মার্চ মাসে আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন শ্রেয়স আইয়ার। পুরুষ বিভাগে। লড়াইয়ে ছিলেন নিউজিল্যান্ডের জেকন ডাফি ও রাচিন রবীন্দ্র। কিন্তু আইসিসি বেছে নিল আইয়ারকেই।
এটা ঘটনা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন শ্রেয়স। গুরুত্বপূর্ণ সময়ে রান করে দলকে জিতিয়েছিলেন। এটা তারই পুরস্কার। টুর্নামেন্টে ২৪৩ রান করেছিলেন শ্রেয়স। এটা ঘটনা পরপর দু’বার সেরা ক্রিকেটার হলেন ভারতীয়রাই। ফেব্রুয়ারির সেরা হয়েছিলেন শুভমান গিল।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিডল অর্ডারে দলকে ভরসা দিয়েছিলেন শ্রেয়স। বিপদের সময় ব্যাট হাতে রক্ষা করেছিলেন। ফাইনালেও পরপর দুই উইকেট পড়ে যাওয়ার পর রুখে দাঁড়িয়েছিলেন। মার্চের সেরা ক্রিকেটারের খেতাব পাওয়ার পর সতীর্থদের ধন্যবাদ জানিয়ে আইয়ার বলেছেন, ‘সত্যিই সম্মানিত বোধ করছি। এই সম্মানটা গুরুত্বপূর্ণ এই কারণেই যে মার্চ মাসে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলাম। দেশের হয়ে পারফর্ম করাটা বরাবরই স্পেশাল। তাও এরকম পর্যায়ে। সতীর্থ, কোচ ও সাপোর্ট স্টাফদের অভিনন্দন আমাকে ক্রমাগত সাপোর্ট দেওয়ার জন্য।’
মার্চ মাসে তিন ম্যাচে ১৭২ রান করেছিলেন শ্রেয়স। গড় ছিল ৫৭.৩৩। প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল শ্রেয়সের। শীর্ষে থাকা রাচিন রবীন্দ্রর চেয়ে যা ২০ রান বেশি।
এদিকে, আইপিএলেও পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে দুরন্ত ছন্দে আছেন শ্রেয়স। করে ফেলেছেন ২৫০ রান। মঙ্গলবার আবার পাঞ্জাব খেলবে কেকেআরের বিরুদ্ধে। পুরনো দলের বিরুদ্ধে শ্রেয়স জ্বলে ওঠেন কিনা সেটাই দেখার।
