আজকাল ওয়েবডেস্ক: জল্পনার অবসান। সমস্যা মিটল মহমেডান স্পোটিংয়ের। স্পনসর পেল কলকাতার তৃতীয় প্রধান। মহমেডানের নতুন ইনভেস্টর শ্রাচী গ্রুপ। বাঙ্কারহিলের সঙ্গে যুক্ত হল এই গ্রুপ। সৌরভ গাঙ্গুলির সহযোগিতায় এগিয়ে এল শ্রাচী গ্রুপ। মহমেডানের সঙ্গে তিন বছরের চুক্তি হল। বৃহস্পতিবার মহমেডান তাঁবুতে দীর্ঘ বৈঠক হয়। শ্রাচী গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টর রাহুল টোডি। মহমেডানের থেকে ছিলেন আমিরুদ্দিন ববি, কামারুদ্দিন এবং বাকি কর্তারা। বাঙ্কারহিলের পক্ষ থেকে ছিলেন দীপক সিং। বৃহস্পতিবার মউ স্বাক্ষরিত হয়। মহামেডানকে বছরে ৩৫ কোটি টাকা দেবে শ্রাচী গ্রুপ।

আইএসএলে খেলার ছাড়পত্র পাওয়ার পরই সৌরভ গাঙ্গুলির দ্বারস্থ হন মহমেডান কর্তারা। প্রথমে একটি জার্মান সংস্থার সঙ্গে কথা চালান সৌরভ। কিন্তু শেষপর্যন্ত সেটা কার্যকরী হয়নি। তারপর সৌরভের অনুরোধেই কলকাতার তৃতীয় প্রধানকে সাহায্যের হাত বাড়ায় শ্রাচী। সৌরভের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন‌ মহমেডান কর্তারা। নিঃস্বার্থভাবে ক্লাবের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান মহমেডান সভাপতি আমিরুদ্দিন ববি। ইনভেস্টর পাওয়ায় এবার শক্তিশালী দল গড়তে পারবে কলকাতার তৃতীয় প্রধানও। প্রথম বছরই আইএসএলে ভাল ফল করার বিষয়ে আশাবাদী সাদা কালোর কর্তারা। প্রসঙ্গত, শ্রাচী গ্রুপ ইস্টবেঙ্গলের ক্রিকেট দলেরও স্পনসর।