চলতি বছরের ২৯ নভেম্বর অভিনেতা রণদীপ হুডা ও তাঁর মডেল স্ত্রী লিন লৈশ্রম তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকী উদযাপন করেন এক বিশেষ সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়ে। দাম্পত্য জীবনের দু’বছর পূর্তির দিনে তাঁরা জানান, খুব শীঘ্রই বাবা-মা হতে চলেছেন। বনফায়ারের পাশে অন্তঃসত্ত্বা লিনকে নিয়ে তোলা একটি আদুরে ছবি শেয়ার করে রণদীপ লেখেন, ‘ভালবাসা আর অ্যাডভেঞ্চারের দু’বছর, আর এবার… আমাদের জীবনে আসছে এক ছোট্ট ‘ওয়াইল্ড ওয়ান’।’

এই সুখবরের পর সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের গর্ভাবস্থার অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন লিন। একই সঙ্গে তিনি জানান, চলতি বছরের শুরুতে তাঁরা এক কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছিলেন, কারণ তখন তিনি গর্ভপাতের শিকার হয়েছিলেন।

এক সাক্ষাৎকারে লিন বলেন, গর্ভাবস্থার খবর শুনে রণদীপের প্রতিক্রিয়া ছিল ভীষণ আবেগপ্রবণ। তাঁর কথায়, “ও প্রতিটা মুহূর্ত ভীষণ উপভোগ করছে। প্রথমে আমাদের দু’জনেরই বিষয়টা বুঝে নিতে একটু সময় লেগেছিল। কিন্তু এখন ও নিজেকে প্রস্তুত করছে, আমাকে সবভাবে সাপোর্ট করছে এবং আমার প্রয়োজনের দিকে পুরো মনোযোগ দিচ্ছে। মা হিসাবে আমরা শরীরের পরিবর্তন টের পাই, তাই মানসিকভাবে প্রস্তুত হয়ে যাই। কিন্তু বাবারা অনেকটা নীরব পর্যবেক্ষকের মতো এই সময়টা পার করেন। রণদীপ সব কিছুর মাঝেও ‘আমাদের’ গুরুত্ব দিচ্ছে, এটা দেখে সত্যিই ভাল লাগে।”

এই গর্ভাবস্থা তাঁদের সম্পর্কের নতুন দিক খুলে দিয়েছে বলেও জানান লিন। তিনি বলেন, “সব কিছু যেমন আছে, তেমনভাবেই মেনে নেওয়াটা আমরা শিখেছি। বছরের শুরুতে গর্ভপাতের পর সময়টা আমাদের দু’জনের জন্যই খুব কঠিন ছিল। তবে এখন আমরা শুধু কৃতজ্ঞ। আঙুল ক্রস করে সামনে তাকিয়ে আছি। এটা আমাদের কাছে একেবারে ঈশ্বরপ্রদত্ত উপহার।”

লিন আরও জানান, আপাতত তাঁর গর্ভাবস্থা বেশ স্বস্তির, মর্নিং সিকনেস খুব কম হয়েছে। তাঁদের সন্তানের জন্ম হতে চলেছে ২০২৬-এর মার্চে। নাম নিয়ে আলোচনা শুরু হলেও এখনও চূড়ান্ত কিছু হয়নি। তবে শিশুর ঘর সাজানো নিয়েই সবচেয়ে বেশি কথা হচ্ছে তাঁদের মধ্যে। লিনের কথায়, “রণদীপ আমাকে নিয়মিত নানা লেখা আর আইডিয়া পাঠায়, যেগুলো ওর মনে হয় আমাদের কাজে লাগবে। প্রথম সন্তান বলে এই সময়টা আমরা ভীষণ উপভোগ করছি। এখন জীবনে সুখ, আনন্দ আর অপেক্ষা ছাড়া আর কিছু নেই।”