আজকাল ওয়েবডেস্ক:‌ ৪৩ বছর বয়সেও পাকিস্তান সুপার লিগে খেলছেন শোয়েব মালিক। তিনি এবার খেলছেন কোয়েট্টা গ্লাডিয়েটর্সের হয়ে।


যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। শোয়েবের একসময়ের সতীর্থ ইউনিস খান তো প্রশ্নই তুলে দিয়েছেন, বয়সের একটা সীমারেখা থাকা উচিত। প্রসঙ্গত, শোয়েবকে গতবছর পাকিস্তান ঘরোয়া ক্রিকেটের দল স্ট্যালিয়নসের মেন্টর করা হয়েছিল। ইউনিসের কথায়, ওকে ঠিক করতে হবে মেন্টর থাকবে না ক্রিকেটার হিসেবে খেলবে। 


ইউনিসের কথায়, ‘‌পিসিবি একটা গাইডলাইন তৈরি করে দিক। না হলে শোয়েব মালিকের মতো ক্রিকেটাররা খেলেই যাবে। প্রয়োজনে তাহলে আমিও খেলব।’‌ এরপরই তাঁর সংযোজন, ‘‌বোর্ডকে সিদ্ধান্ত নিতে হবে কে খেলবে আর কে নয়। বোর্ডকে নিতে হবে সিদ্ধান্ত। কারণ সবাই তো খেলতে চায়।’‌


যদিও পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি মনে করছেন, শোয়েব যতদিন ইচ্ছা খেলুক। তবে তরুণদের সুযোগ করে দেওয়ার বিষয়টিও তুলে ধরেছেন আফ্রিদি। তাঁর কথায়, ‘‌শোয়েব যতদিন ইচ্ছে খেলুক। কোনও আপত্তি নেই। সম্প্রতি ওঁর সঙ্গে দেখা হয়েছিল। অনুশীলন ম্যাচ খেলে ফিরছিল। জাতীয় টি২০ কাপে বেশ কয়েকটি ম্যাচ খেলেছে শোয়েব। আবার কয়েকটি ম্যাচ খেলতে পারেনি। আমার মতে নিজে খেলছে খেলুক। কিন্তু তরুণদের জায়গা করে দেওয়ার বিষয়টিও ওঁকে ভাবতে হবে।’‌ 


তবে চলতি পিএসএলে শোয়েব ২ ম্যাচে করেছেন মাত্র ১৪। কোনও উইকেট নেই। তাই কেন তিনি খেলবেন তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।