আজকাল ওয়েবডেস্ক: নেপাল প্রিমিয়ার লিগে শুরটা ভাল করেননি শিখর ধাওয়ান। প্রথম ম্যাচে মাত্র ১৪ রানে আউট হয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ম্যাচে চেনা অবতারে ধরা দিলেন বর্ষীয়ান ক্রিকেটার।

কর্নালি ইয়াকস ও কাঠমাণ্ডু গোর্খাদের মধ্যে খেলার শুরুর দিকে নিজের ছন্দ ফিরে পাননি ধাওয়ান। একসময়ে ৩৫ বলে ৩৩ রান করেছিলেন তিনি। সেখান থেকেই ধাওয়ান আক্রমণের রাস্তা নেন। ৫১ বলে ৭২ রানে তাঁর ইনিংস শেষ হয়। চারটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস। বাঁ হাতি ধাওয়ান কাঠমাণ্ডুর বোলিং আক্রমণ একার হাতে ধ্বংস করেন। ধাওয়ানের জন্যই কার্নালি ২০ ওভারে ৫ উইকেটে ১৪৯ রানে শেষ করে ইনিংস।

 

?ref_src=twsrc%5Etfw">December 4, 2024

নেপাল প্রিমিয়ার লিগে ধাওয়ানই বড় নাম। কার্নালি ইয়াকসের সঙ্গে তাঁর চুক্তির বিষয়ে বিশদে কিছু জানা যায় না। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ পিছু ৩০ হাজার মার্কিন ডলার তাঁকে দেওয়া হবে। নেপালে ক্রিকেট ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। সাধারণ মানুষের ক্রিকেট নিয়ে আগ্রহ রয়েছে। শিখর ধাওয়ানের মতো তারকার উপস্থিতি নেপাল প্রিমিয়ার লিগের জনপ্রিয়তা বাড়াচ্ছে। প্রথম ম্যাচে কার্নালি আট উইকেটে হেরে গিয়েছিল। এই টুর্নামেন্টেবড় রান করতে পারছে না দলগুলো। কিন্তু ধাওয়ানের সৌজন্যে ১৪৯ বড় রান।