আজকাল ওয়েবডেস্ক: দু'হাত নেই। কিন্তু এই প্রতিবন্ধকতা তাঁর মনোবল ভাঙতে পারেনি। বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাসে শীতল দেবী। প্যারিস প্যারালম্পিকে মেয়েদের কম্পাউন্ড ওপেন ব়্যাঙ্কিং পর্বে ৭০৩ পয়েন্ট সংগ্রহ করে নতুন ইতিহাস রচনা করেন জম্মু কাশ্মীরের লোইধর গ্রামের মেয়ে। বয়স মাত্র ১৭। অদম্য ইচ্ছাশক্তি দিয়েই প্রথমদিন বাজিমাত করলেন শীতল। নতুন বিশ্বরেকর্ড গড়ার হাতছানি ছিল তাঁর সামনে। কিন্তু মাত্র এক পয়েন্টের জন্য সেটা অধরা থাকে। তবে দেশকে পদকের সম্ভাবনা দেখাচ্ছেন। একটা দীর্ঘ সময় ধরে তিনি এগিয়ে ছিলেন। কিন্তু শেষ ষোলোর লড়াইয়ে তুর্কির প্যারা তিরন্দাজ তাঁকে ছাপিয়ে যান।

মোট ৭০৩ পয়েন্ট অর্জন করে ব্যক্তিগত সেরা পারফরম্যান্স শীতলের। ব়্যাঙ্কিং রাউন্ডে দ্বিতীয় স্থানে শেষ করেন। কিন্তু মাত্র এক পয়েন্টের জন্য তাঁকে ছাপিয়ে গেলেন তুর্কির ওজানুর কুরে। ৭০৪ পয়েন্ট নিয়ে বিশ্বরেকর্ড এবং গেমস রেকর্ড এখন তাঁর দখলে। শেষপর্যন্ত তিনি শীতলকে ছাপিয়ে গেলেও জীবনযুদ্ধে তাঁকে অনেকটাই পেছনে ফেলে এগিয়ে যাবেন ভারতীয় প্যারা তিরন্দাজ। দুটো হাত নেই। পায়ের সাহায্যে তীর ছোড়েন শীতল। প্যারা তিরন্দাজিতে তিনিই একমাত্র মহিলা তিরন্দাজ যার দু'হাত না থাকা সত্ত্বেও তিরন্দাজিতে অংশ নিয়েছেন। শুধুমাত্র ইচ্ছাশক্তির জোরে। ভারতীয় প্যারালম্পিয়ানকে কুর্নিশ করতেই হবে।