আজকাল ওয়েবডেস্ক: ১৫২৪ দিনের খরা কাটল। চার বছর পর শতরানে ফিরলেন শান মাসুদ। পাকিস্তান অধিনায়কের সেঞ্চুরিতে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের চায়ের বিরতিতে ১ উইকেটে পাকিস্তানের রান ছিল ২৩৩। ১৩০ রানে অপরাজিত ছিলেন ৩৪ বছরের বাঁ হাতি। ৯৪ রানে অপরাজিত ছিলেন আবদুল্লাহ শফিক। দ্বিতীয় উইকেটে ২২৫ রান যোগ করে এই জুটি। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। মাসুদের ওপর রান করার চাপ ছিল। ২০২০ সালে ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধেই শেষ শতরান করেছিলেন। যা ১৪ টেস্ট এবং ২৭ ইনিংস আগে। এদিন ১০২ বলে শতরানে পৌঁছে যান। ক্রিস ওকসের বিরুদ্ধে এক রান নিয়ে নিজের পঞ্চম শতরান সম্পূর্ণ করেন শান। ইনিংসে ছিল ২টি ছয় এবং ১১টি চার। পাকিস্তান ক্রিকেটে বর্তমানে যা টালমাটাল অবস্থা, এই শতরান মাসুদের মনোবল বাড়াবে।
চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় পাকিস্তান। আটকিনসনের বলে আউট হন আয়ুব। কিন্তু তারপর বাকি দুই সেশন আধিপত্য ছিল পাকিস্তানের। শোয়েব বাশিরের বিরুদ্ধে আক্রমণে যান পাকিস্তানের টেস্ট অধিনায়ক। পরপর চারটে চার মারেন। তারপরের ওভারে আটকিনসনের বিরুদ্ধে জোড়া চারে টেস্টে নিজের ১১তম অর্ধশতরান সম্পূর্ণ করেন। একদিনের ভঙ্গিতে খেলেই একশোয় পৌঁছন শান। অন্যদিকে ব্যক্তিগত ৩৪ রানে থাকাকালীন রান আউট হতে পারতেন শাফিক। কিন্তু অলি পোপ মিস করেন। শেষপর্যন্ত ১০২ রান করেন শফিক। দুটো দলই তিনজন পেসার এবং দু'জন স্পিনার খেলায়। শেষমেষ ১৫১ রান করে আউট হন মাসুদ। প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের রান ৩২৮।
